চুলকাঠিতে সার্বিক আইন শৃংখলার চরম অবনতি : রাত জেগে এলাকা পাহারা দিচ্ছে গ্রামবাসী
এমরান হোসেন বাবুল,মংলা প্রতিনিধি : বাগেরহাটের সদর উপজেলার চুলকাঠি ও তার পার্শবর্তী এলাকায় সার্বিক আইন শৃংখলার চরম অবনতি দেখা দিয়েছে । একাধারে বেড়েছে চুরি,ডাকাতি,মাদক ব্যবসা,ইফটিজিং,জুয়ার আসর,মহাসড়কে চাঁদাবাজি,কয়লা কারখানা,অনুমোদনহীন ভাংগাড়ীর আড়ৎ,যৌন উত্তেজক পানীয় প্রকাশ্যে বিক্রয়,রমরমা দেহ ব্যবসা কেরাম বোর্ডে জুয়ার ব্যবসা সহ প্রায় সকল অপরাধ মূলক কাজের প্রবনতা বৃদ্ধিপেয়েছে । সরজমিনে গিয়ে দেখা গেছে ,খানপুর ,রাখালগাছি ইউনিয়নের প্রায় সকল গ্রাম চোর,ডাকাতের ভয়ে রাতে পাহারা দিতে হচ্ছে গ্রামবাসীদের । রনজিৎ পুর গ্রামে ইতি পূর্বে ঘটে গেছে বাড়িতে অগ্নি সংযোগ,ডাকাতি,ব্যবসায়ী হত্যা,চুরি এ বিষয়ে ঐ গ্রামের স্থায়ী বাসিন্দা ও গ্রাম পাহারার নেতা অরবিন্দু দাস জানান বিগত তিন মাস ধরে তাদের রাত জেগে গ্রাম পাহারা দিতে হচ্ছে , রাখালগাছি ৫নং ওয়ার্ডের আওয়ামীলীগ সভাপতি স্বপন কুমার ঘোষ জানান এলাকায় চুরি,ডাকাতি,মাদক ব্যবসা,ইভটিজিং,জুয়ার আসর বৃদ্ধি পেয়েছে, আর এ সব কিছু লক্ষ্য না করে চুলকাঠি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস,আই মহিন মেতে উঠেছে চাঁদাবাজির মহোৎসবে। তিনি এই এলাকার ২৮টি কেরাম বোর্ডের দোকান থেকে বোর্ড প্রতি মাসে একশত টাকা করে নেন। এ বিষয়ে রনজিৎপুরের কেরাম বোর্ডের দোকান মালিক শ্রীকান্ত দাস বলেন মহিন স্যার মাসের এক তারিখ এসে তার কাছ থেকে একশত টাকা করে নিয়ে যান। তাই তার কেরাম চালাতে কোন সমস্যা হয়না । ক্ষুদ্রচাকশ্রী গ্রামের আলমগীরের কাঠ কয়লা কারখানা থেকে মাসে দুই হাজার টাকা, চুলকাঠির জুয়া বোর্ড থেকে মাসে ছয় হাজার টাকা, চুলকাঠি বাজারের পলিথিন ব্যবসায়ী বিকাশ দাসের সাথে তার ও একটা সখ্যতা রয়েছে, চুলকাঠি বাজারের কারেন্ট জাল ব্যবসায়ীদের সাথে ও যোগ সাজোশ রয়েছে, এলাকায় তাকে সব সময় মাদক ব্যবসায়ী, রাষ্ট্রদ্রোহী, চিিহ্নত এক রাজাকার পুত্রের সাথে চুলকাঠি বাজার স্টান্ড সংলগ্ন একটি চায়ের দোকানে আড্ডাদিতে দেখা যায় , এ বিষয়ে খানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফকির ফহম উদ্দিন জানান তার এলাকায় চিিহ্নত সন্ত্রাসীরা মাথা চাড়া দিয়ে উঠেছে । ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক মনি বলেন বর্তমানে এলাকার আইন শৃংখলার চরম অবনতি দেখা দিয়েছে। এ সকল বিষয়ে জানতে চাওয়া হলে চুলকাঠি পুলিশ তদন্ত কেন্দ্রের আই সি এস,আই মহিন বলেন , আমি ছুটিতে আছি এসে আপনাকে চা খাবার দাওয়াত দিব তখন কথা হবে । এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।