সান্তাহারে অবৈধ ভাবে সরকারী সম্পত্তি পজিশন বিক্রি

bog pic oboidhoআদমদীঘি প্রতিনিধি : বগুড়ার সান্তাহার পৌর এলাকায় অবাঙ্গালীদের একটি পরিত্যাক্ত দ্বি-তল ভবন অবৈধ ভাবে পজিশন বিক্রি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গছে। ওই এলাকার প্রভাব শালী মহলের প্রত্যক্ষ সহযোগীতায় মোটা অংকের টাকার বিনিময়ে সরকারী ওই ভবনটির পজিশন হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, বগুড়ার সান্তাহার পৌর শহরের হার্ভে স্কুল সড়কে সাঁতাহার মৌজায় ২ শতক জমির উপর অবাঙ্গালীদের পরিত্যাক্ত একটি দ্বি-তল ভবন স্বাধীনতা যুদ্ধের পর সরকারী তালিকা ভূক্ত করা হয়। ৭০ দশকের দিকে ওই এলাকার কিছু উদ্দ্যোগী যুবক সমতা ক্লাব নামে একটি বৃহৎ সংগঠনের কার্য্যালয় হিসাবে ওই ভবনটি ব্যবহার করতে থাকে। দীর্ঘ প্রায় দু’ দশক ধরে ওই ক্লাবের পরিচালনায় ক্রীড়া সাংকৃতি ও সামাজিক কার্যক্রম সুনামের সাথে পরিচালিত হয়ে আসছিল। এক সময় মর্জিনা বেগম নামে এক অজ্ঞাত মহিলা ওই ভবনটির জায়গা তার পিতার বলে দাবি করে, ওই ভবনের একটি কক্ষে বসবাস করার জন্য ক্লাব কতৃপর্ক্ষের নিকট আবেদন করে। সে সময় ক্লাব কর্তৃপক্ষ মানবিক কারনে তাকে বসবাস করার জন্য উপর তলার একটি কক্ষ ছেড়ে দেয়। এর পর থেকে ওই মহিলা স্বপরিবারে ওই ভবনে বসবাস করতে থাকে। বিগত প্রায় ১০ বছর যাবৎ ওই ক্লাবের সার্বিক কার্যক্রম বিলুপ্ত হয়ে যাওয়ার সুযোগে মর্জিনা নামের ওই মহিলা পুরো ভবনটি তার দখলে নিয়ে পজিশন বিক্রির পাঁয়তারা করতে থাকে। সম্প্রতি ওই এলাকার কয়েকজন অসাধু কর্মকর্তার সাথে যোগসাজোস করে উক্ত মর্জিনা বেগম প্রায় ২০ লক্ষ টাকা মূল্যের সরকারী ওই ভবনটির পুরোটায় জনৈক বেবী নামে এক মহিলার নিকট মাত্র ২লক্ষ ৩০ হাজার টাকায় পজিশন বিক্রি করে দিয়ে দখল হস্তান্তর করে। এ ঘটনায় ওই ক্লাবের সাধারন সদস্যদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে আদমদীঘি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন জরুরী ভিত্তিতে তদন্ত করে ওই জায়গার ব্যাপারে ব্যবস্থ্যা নেয়া হবে বলে জানান। এ ব্যাপারে মর্জিনা বেগমের সাথে কথা হলে তিনি অভাবের তাড়নায় পজেশন বিক্রয় করার কথা স্বীকার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *