কাশিয়ানীতে কাপড়ের ব্যবসার আড়ালে মেয়েদের নগ্ন ভিডিও তোলার অভিযোগ
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে কাপড়ের ব্যবসার আড়ালে মেয়েদের নগ্ন ভিডিও তোলার অভিযোগে ইবাদুল ইসলাম (২৭) নামে এক ব্যবসায়ীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) মো. নূর হোসেন এ সাজা প্রদান করেন।
শুক্রবার সকালে সাজাপ্রাপ্ত ইবাদুল ইসলামকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার রাতে কাশিয়ানী উপজেলা সদরের এলিয়েন্স ফ্যাশন হাউজ থেকে তাকে আটক করা হয়।
সে কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের রহিতকান্দি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
কাশিয়ানী থানার উপ-পরিদর্শক মো. এনামুল হক চৌধুরী বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় কাশিয়ানী বাজারের এক নারী পোষাক কিনতে এলিয়েন্স ফ্যাশন হাউজে যায়। সেখানে একটি ড্রেস পছন্দ হলে দোকানদার ড্রেসটি ট্রায়েল রুমে গিয়ে ফিটিংস হবে কী না পড়ে দেখতে বলে। দোকানদার ইবাদুলের কথা মতো ওই নারী ট্রায়াল রুমে গিয়ে পোষকটি পড়ে। এ সময় ট্রায়াল রুমের ভেতর একটি মোবাইল ফোন দেখতে পায় ওই নারী ক্রেতা। ফোনটি দেখে তার সন্দেহ হলে সে মোবাইলটি হাতে নিয়ে তার পোষাক বদলানোর নগ্ন ভিডিও দেখতে পেলে বাইরে এসে চিৎকার করে। এ সময় স্থানীরা মোবাইলটি উদ্ধার করে এবং ওই ব্যবসায়ীকে গণপিটুনি দেয়। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে।’
তিনি আরো জানান, মোবাইল ফোনটি উদ্ধার করে ঘটনার সত্যতা পাওয়া যায়। রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. নূর হোসেনের কাছে হাজির করা হলে বিচারক স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দুই বছরের কারাদণ্ড দেন।