১৪ দফা দাবীতে কৃষি মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

smaroklipi chitolmari19.4মুন্সী দেলোয়ার হোসেন, চিতলমারী (বাগেরহাট) : বাগেরহাটের চিতলমারী উপজেলার কৃষকদের জীবনমান উন্নয়নের দাবীতে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি ও বাংলাদেশ কৃষক সমিতির যৌথ উদ্যোগে ১৪ দফা দাবী আদায়ের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রী বরাবর চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এক স্মারকলিপি প্রদান করা হয়েছে। বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি ও বাংলাদেশ কৃষক সমিতি একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এক আলোচনা সভায় মিলিত হয়।
জানাগেছে, রোববার দুপুর ১২টায় দাবী আদায়ের লক্ষ্যে কৃষক সমিতি কেন্দ্রীয় সদস্য কাজী সোহরাব হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মৃন্ময় মন্ডল, কৃষক সমিতির সহসভাপতি মো: সেকেন্দার আলী, ক্ষেত মজুর সমিতির উপজেলা সহসভাপতি আলী তারেক, কৃষক সমিতির সদস্য বাগেরহাট জেলা কমিটি রসময় বিশ্বাসসহ প্রমূখ। এ সময় বক্তারা তাদের বক্তব্যে ১৪ দফা দাবীর মধ্যে উল্লেখ করেন, ফসলের লাভজনক দাম চাই, অবিলম্বে ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয়কেন্দ্র চালু করতে হবে ও শেখ লুৎফর রহমান সেতুর উপর দিয়ে চালিত মোটর সাইকেল, ভ্যান, রিক্সা, সাইকেলের অর্পিত টোল বন্ধ করার দাবী করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *