শাল্লায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে শুভ নববর্ষ পালিত
বকুল আহম্মেদ/রীতা রানী দাস( রিম্পী), শাল্লা (সুনামগঞ্জ) থেকে : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ বাংলা শুভ নববর্ষ পালন করা হয।এতে উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সকাল ৯টায় অফিসার ক্লবে উপজেলার সকল কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিক বৃন্দ এবং গন্য মান্য শতাধিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে পান্তা ইলিশের খাবার খেয়ে, নির্বাহী কর্মকর্তা এ, এইচ, এম, আসিফ বিন ইকরামের নেতৃত্বে একটি বর্নাঢ্য র্যালী করা হয। সাথে সাথে গবিন্দ চন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়, শাহীদ আলী উচ্চ বিদ্যালয় এবং শাল্লা হোন্ডা মালিক সমিতি পৃথক পৃথক ৩টি আকর্ষনীয় র্যালী করেন। পরবর্তিতে ১১টায় উপজেলা গনমিলনায়তনে নির্বাহী কর্মকর্তা আসিফ বিন ইকরামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার এবং বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিনী তানিয়া তাবাস্সুম, মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া বেগম ,উপজেলা প্রকৌশলী আবুল মনজের মোহাম্মদ মতিউল্লাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা মোরশেদ আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আফতাব উদ্দিন, সহ: শিক্ষা অফিসার দ্বীন মোহাম্মাদ, অফিসার ইনচার্জ আনিসুর রহমান, শাল্লা সোচ্চার নাগরিক ফোরাম এর এবং শাল্লা উপজেলা প্রেস ক্লাব সভাপতি জেসি বিশ্বাস যতীন, শাহিদ আলীর প্রধান শিক্ষক আরিফ মোঃ দুলাল, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিপাল দাস মিল্টন প্রমুখ। অতিথি বৃন্দ বাঙ্গালীর চির ঐতিহ্য নব বর্ষের উপর মুল্যবান বক্তব্য রাখেন। বেলা ১টার সময় হল রুমে সর্বস্তরের লোক জনের উপস্থিতিতে স্থানীয় শিল্পী বৃন্দ আঞ্চলিক মনমুগ্ধকর লোক সংগীত পরিবেশন করেন।