কালবৈশাখীর থাবায় ৩১০০০ বাড়ি বিধ্বস্ত

stormরাজশাহী: মওসুমের প্রথম কালবৈশাখীর আঘাতে রাজশাহীর বিভিন্ন উপজেলা ৩১ হাজার ৯৩৬টি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ফসলের ক্ষতি হয়েছে ২ হাজার ৫৩৩ হেক্টর। রাজশাহী জেলা ত্রাস ও পূর্ণবাসন অফিস এ তথ্য জানিয়েছে।

৩১ হাজার ৯৩৬ বিধ্বস্ত ঘরবাড়ির মধ্যে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে ৬ হাজার ৯০৬টি ও আংশিক বিধ্বস্ত হয়েছে ২৫ হাজার ৩০টি ঘরবাড়ি।

এদিকে ঝড়ে মোট ৫ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। ইতিমধ্যে নিহতদের পরিবারকে নগদ ২০ হাজার করে টাকা ও আহতদের প্রত্যেককে ৫ হাজার করে টাকা দেয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবার প্রতি ২০ থেকে ৩০ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়েছে।

রাজশাহী জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী জানান, ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারদের এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।

উল্লেখ্য, শনিবার বিকেলের কালবৈশাখীর তান্ডবে রাজশাহী জেলায় মোট ৫ জনের মৃত্যু হয়। এরমধ্যে বাঘায় দুইজন, গোদাগাড়ী, পবা ও পুঠিয়ায় তিনজনের মৃত্যু হয়। এছাড়া আহত হয় আরো অন্তত ২৫ জন মানুষ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *