লোহাগড়ায় মুকুলে মুকুলে ছেয়ে গেছে আম বাগান

Lohagara pic 25.03.1500লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় প্রতিটি এলাকার আম গাছ গুলো ছেয়ে গেছে মুকুলে মুকুলে। আবহাওয়া অনুকুলে থাকায় ফাল্গুনেই গাছজুড়ে এসেছিল মুকুল। পাতার দেখা মেলাই ছিল ভার। হলুদ বর্ণের মুকুল আর অন্যরকম সৌরভে মাতোয়ারা ছিল বাগান ও তার আশেপাশের এলাকা। চৈত্রে এসে সেসব মুকুল গুটির রূপ নিচ্ছে। লোহাগড়া অঞ্চলের দীর্ঘ কাল ধরে একটা নিয়ম চালু আছে, যে বছর আমের ভাল ফলন হবে পরের বছর হবে কম। যদিও আধুনিক কলা-কৌশল প্রয়োগের কারনে এখন সব বছরই মোটামুটি ভাল ফলন হয়। তারপরও প্রচলিত হিসাবে এ বছর আমের ভাল ফলনের বছর। গাছ ভরা মুকুল আর এখন তা থেকে বের হওয়া গুটি আগাম জানান দিচ্ছে আবহাওয়া অনুকুলে থাকলে বাম্পার ফলন হবে। চাষী ও কৃষি বিভাগ সবার প্রত্যাশা এমনটি। যদিও সব কিছু নির্ভর করছে সামনের আবহাওয়ার উপর। আম বাগানগুলোর এখনকার অবস্থার দিকে চেয়ে বাগান মালিকরা বলেছেন, এ বছর আশা করছি পূর্বের চেয়ে অনেক বেশি ফলন আসবে আমাদের বাগানে। লোহাগড়াতে গতবছরের তুলনায় এবার আমগাছের পরিমান বেড়েছে। প্রতি বছর বাগানের বিস্তৃতি ঘটছে। নতুন বাগান গুলোতে হচ্ছে হাইব্রিড জাতের আম চাষ। ছোট আকারের গাছে থাকছে আমের গুটিতে ভরা।
লোহাগড়ায় মুকুলে মুকুলে ছেয়ে গেছে আম বাগান
লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় প্রতিটি এলাকার আম গাছ গুলো ছেয়ে গেছে মুকুলে মুকুলে। আবহাওয়া অনুকুলে থাকায় ফাল্গুনেই গাছজুড়ে এসেছিল মুকুল। পাতার দেখা মেলাই ছিল ভার। হলুদ বর্ণের মুকুল আর অন্যরকম সৌরভে মাতোয়ারা ছিল বাগান ও তার আশেপাশের এলাকা। চৈত্রে এসে সেসব মুকুল গুটির রূপ নিচ্ছে। লোহাগড়া অঞ্চলের দীর্ঘ কাল ধরে একটা নিয়ম চালু আছে, যে বছর আমের ভাল ফলন হবে পরের বছর হবে কম। যদিও আধুনিক কলা-কৌশল প্রয়োগের কারনে এখন সব বছরই মোটামুটি ভাল ফলন হয়। তারপরও প্রচলিত হিসাবে এ বছর আমের ভাল ফলনের বছর। গাছ ভরা মুকুল আর এখন তা থেকে বের হওয়া গুটি আগাম জানান দিচ্ছে আবহাওয়া অনুকুলে থাকলে বাম্পার ফলন হবে। চাষী ও কৃষি বিভাগ সবার প্রত্যাশা এমনটি। যদিও সব কিছু নির্ভর করছে সামনের আবহাওয়ার উপর। আম বাগানগুলোর এখনকার অবস্থার দিকে চেয়ে বাগান মালিকরা বলেছেন, এ বছর আশা করছি পূর্বের চেয়ে অনেক বেশি ফলন আসবে আমাদের বাগানে। লোহাগড়াতে গতবছরের তুলনায় এবার আমগাছের পরিমান বেড়েছে। প্রতি বছর বাগানের বিস্তৃতি ঘটছে। নতুন বাগান গুলোতে হচ্ছে হাইব্রিড জাতের আম চাষ। ছোট আকারের গাছে থাকছে আমের গুটিতে ভরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *