চুয়াডাঙ্গার জয়রামপুরে ট্রাক-আলমসাধু সংঘর্ষে ১৩ নিহত ১০ জন আহত হওয়ার পর চুয়াডাঙ্গায় নিরাপদ সড়ক বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
হাবিবৃর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় নিরাপদ সড়ক বাস্তবায়ন বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ। জেলার প্রধান সড়কগুলো নিরাপদ রাখার স্বার্থে অবৈধযান উচ্ছেদ, সড়কের পাশ থেকে হাটবাজার অপসারণ, রাস্তার পাশ থেকে ইট ভাটার মাটি, নির্মাণ কাজে ব্যবহৃত ইট, বালি, কাঠ সরানোসহ যত্রতত্র গাড়ি পাকিং বিষয় আলোচনায় স্থান পায়। জেলা ট্রাফিক পুলিশের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, সহকারি পুলিশ সুপার কলিমুল্লাহ। অনুষ্ঠানে সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের শতাধিক নেতৃবৃন্দ অংশ নেয়।
প্রসংগত ২৬ মার্চ চুয়াডাঙ্গার জয়রামপুরে ট্রাক-আলমসাধু সংঘর্ষে ১৩ নিহত ও ১০ জন আহত হয়। এরপর থেকে পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসে। অবৈধ যান উচ্ছেদে সড়কে অভিযানে নামে।