ছাতক সাব-রেজিষ্ট্রি অফিসে মহিলা নামাজঘর উদ্বোধন
নাজমুল ইসলাম, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতক সাব-রেজিষ্ট্রি অফিসে মহিলাদের নামাজ পড়ার জন্যে পৃথক একটি পাকা নামাজঘর নির্মাণ করা হয়েছে। উপজেলা দলিল লিখক সমিতির তত্বাবধানে ও আর্থিক সহযোগিতায় এই নামাজঘর নির্মাণ করা হয়। এছাড়া পানীয়জলের সুবিধার জন্য একটি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। সোমবার দুপুরে নবনির্মিত নামাজ ঘরের ফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্টানিক উদ্বোধন ঘোষনা করেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান ও সাব-রেজিষ্ট্রার শাহ নাওয়াজ খান। এসময় উপজেলা মৎস্য অফিসার ড. মোহাম্মদ খালেদ কনক, উপজেলা কৃষি অফিসার একেএম বদরুল হক, পরিসংখ্যান অফিসার সিদ্দিকুর রহমান, উপজেলা দলিল লিখক সমিতির সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক আলহাজ্ব সাদেক আহমদ, সুনামগঞ্জ জেলা দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক শাহাজুল ইসলাম, দলিল লিখক সমিতির সদস্য কাজি আনোয়ার মিয়া, মুহিবুল হক, আব্দুল হক, ওয়াছির আলী, জয়নাল আবেদীন, ফয়ছল আহমদ, বাকীবিল্লাহ, খুশীদমিয়া, সফিকুল হক তালুকদার, আব্দুল আউয়াল, মাহমুদুল হাসান, আশরাফুল হক, হিফজুল বারী শিমুল, সৈয়দুল হক, আব্দুস সাত্তার, নূরুল ইসলাম, তাজ উদ্দিন, মুরাদ মিয়া, আব্দুস সালাম, সুমন মিয়া, আমজদ আলী, অলিউর রহমান, লায়েক মিয়া, আব্দুল মোমিন, হিরণ মিয়া, মুজিবুর রহমান, গৌছ মিয়া, লেইছ উদ্দিন, নাজমুল ইসলাম, দিলোয়ার হোসেন, শাহীন মিয়া চৌধুরী, অফিস সহকারি, নকলনবীস ও দলিল লিখকবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাহী অফিসার আরিফুজ্জামান মহিলাদের জন্য নামাজের সুব্যবস্থার উদ্যোগ গ্রহণ করায় সাব-রেষ্ট্রিারসহ দলিল লিখক সমিতির সদস্যদের ভূয়সী প্রশংসা করেন। পরে নামাজ ঘরসহ সাব-রেজিষ্ট্রি অফিসে আগত মহিলাদের বিশ্রামাগারের জন্য ৩টি ফ্যান ক্রয়ে নগদ ৮হাজার টাকা অনুদান প্রদান করেন। এই নামাজ ঘরে উপজেলা পরিষদ ও সাব-রেজিষ্ট্রি আসা মহিলা, সরকারি মহিলা কর্মকর্তা-কর্মচারি, মহিলা স্কুল শিক্ষিকাদের যথাসময়ে নামাজ পড়ার সূযোগ সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। উদ্বোধন শেষে মোনাজাত পরিচালনা করেন, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নূরুল হক।