বাগাতিপাড়ায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : সারাদেশের ন্যায় নাটোরের বাগাতিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
১৭ মার্চ শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯টায় কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, ছাত্র-ছাত্রী, সাংবাদিক-সুশিল সমাজের অংশ গ্রহনে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা চত্ত্বর থেকে শুরু হয়ে মালঞ্চি বাজার প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে সমাবেশে মিলিত হয়। ‘শিশু থেকে বঙ্গবন্ধু’ বিষয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুদের মধ্যে রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, উপজেলার সকল মসজিদ, মন্দিরসহ সকল ধর্মীয় উপসনালয়ে জাতীর শান্তি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত এবং প্রার্থনা, পৌরসভা ও সকল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বঙ্গবন্ধুর জীবন ও মহান মুক্তিযোদ্ধা ভিত্তিক পুস্তুক ও ডকুমেন্টারী প্রদর্শন ব্যবস্থা করা হয়। বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বঙ্গবন্ধুর ৯৮ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, সকল রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন, উপজেলার সকল স্বাস্থ্য কেন্দ্র ফ্রি স্বাস্থ্যসেবা প্রদানের ব্যবস্থা করা হয় বলে জানিয়েছেন ইউএইচএফপিও ডা. আমিনুল ইসলাম। এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের খবর পাওয়া যায়।