শিক্ষাকে গুরুত্ব দিয়ে আগামীতে জাতীকে উন্নয়নের শিখরে নিয়ে যাবে আওয়ামীলীগ সরকার দুবলিয়া হাজী জসিম উদ্দিন ডিগ্রী (অনার্স) কলেজে ক্রীড়া প্রতিযোগীতায়-গোলাম ফারক প্রিন্স-এমপি
এম মনরিুজ্জামান : পাবনার দুবলিয়ায় সোমবার দুপুরে হাজী জসিম উদ্দিন ডিগ্রী (অনার্স) কলেজের নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পাবনা-৫ আসনের সংসদ সদস্য খন্দকার গোলাম ফারক প্রিন্স প্রধান অতিথির বক্তব্যে বলেন শিক্ষাকে গুরুত্ব দিয়ে আগামীতে জাতীকে উন্নয়নের শিখরে নিয়ে যাবে আওয়ামীলীগ সরকার। তিনি আরো বলেন মাদক যুবসমাজকে নষ্ট করে দিচ্ছে, সেই সাথে বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে পরছে, মাদক বিক্রয় ও ব্যবহার কারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনের কর্মকর্তাদের নিদের্শ দিয়ে বলেন অভিবাবক ও শিক্ষকদের বিশেষ নজর দিতে হবে আপনার সন্তান ও শিক্ষার্থীদের প্রতি। যাতে করে তারা মাদক থেকে দুরে থাকতে পারে। কলেজে এসে শিক্ষার্থীরা যাতে করে ফেসবুক চালাতে না পারে সেদিকে শিক্ষক ও গর্ভনিং বোর্ডের সদস্যদের আহবান জানান। এসময় তিনি কলেজের নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন, ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরুস্কার ও সনদপত্র প্রদান করেন। হাজী জসিম উদ্দিন ডিগ্রী (অনার্স) কলেজের গর্ভনিং বোর্ডের সভাপতি আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে ও প্রভাষক রফিকুল ইসলাম সুইটের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যদেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল। এসময় আরো বক্তব্যদেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, হাজী জসিম উদ্দিন ডিগ্রী (অনার্স) কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব আব্দুস সাত্তার বিশ্বাস, প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ¦ মাহাতাব উদ্দিন বিশ্বাস, বিদুৎসাহী সদস্য এ্যাড: তোরাব আলী খান, সদর উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহিন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টোর আওয়াল কবির জয়, নির্বাহী প্রকৌশলী আ.ট.ম মারুফ আল-ফারুকী, ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মুন্সি, আবু সাইদ খান, রবিউল হক টুটুল, দাতা সদস্য আব্দুস সালাম বিশ্বাস, হিতৈষী সদস্য ফোরকান রেজা বিশ্বাস (বাদশা), সাবেক চেয়ারম্যান মাজেদ আলী মোল্লা, সাদুল্লাহপুর ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক রইচ উদ্দিন খান, সদর উপজেলা আ’লীগের সদস্য সিদ্দিকুর রহমান, সাদুল্লাহপুর ইউপি ছাত্রলীগের সাবেক সভাপতি জয় মাহমুদ জিয়া, সাবেক সাধারণ সম্পাদক বদরুদ্দোজা খান মানিক, সাদুল্লাহপুর ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেন্টু, ছাত্রলীগ নেতা সোহাগ খান বাপ্পি, রাশেদ খান, রনি আহমেদ প্রমুখ।
ক্যাপশন: পাবনার দুবলিয়া হাজী জসিম উদ্দিন ডিগ্রী (অনার্স) কলেজের ক্রীড়া প্রতিযোগীতায় বক্তব্যদেন গোলাম ফারক প্রিন্স-এমপি