জেলা পুলিশের ১শ’ দিনের মাদক ও জঙ্গী বিরোধী অভিযান কেশবপুরে ৩০ দিনে ইউপি চেয়ারম্যানসহ আটক ১৮ ॥ মাদক উদ্ধার

BAPI MITRA--jessore-(pic)-=--11-03-2017.
জ্জতন্ময় মিত্র বাপী, (যশোর) : যশোর জেলা পুলিশ সুপারের মাদক ও জঙ্গী বিরোধী অভিযানের অংশ হিসেবে ১শ’ দিনের অভিযানের প্রথম ৩০ দিনে কেশবপুর থানা পুলিশ ইউপি চেয়ারম্যানসহ ১৮ জন মাদক ব্যবসায়ী ও সেবীকে আটক করেছে। এ সমময় উদ্ধার হয়েছে ৮০ লিটার চোলাই মদ, ইয়াবা, গাঁজা। থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক ১৮টি মামলা হয়েছে। অভিযান চললেও কেশবপুরের চিহ্নিত তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীরা এখনও আটক হয়নি। পুলিশ জানায়,উপজেলার চাঁদড়া গ্রামের আবুল হোসেন সরদারের ছেলে ত্রিমোহিনী ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমানকে যশোর ডিবি পুলিশ ১শ পিচ ইয়াবাসহ আটক করে। এ ছাড়া বড়েঙ্গা গ্রামের পাপ্পু খান, মঙ্গলকোট গ্রামের ওমর ফারুক ও তুরফান মোল¬া , আলতাপোল গ্রামের আকতার হোসেন, দোরমুঠিয়া গ্রামের মনিরুল ইসলাম, হাসানপুর গ্রামের তবিবুর রহমানসহ ১৮ জন মাদক ব্যাবসায়ীকে আটক ও ১৮টি মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। মাদক বিরোধি অভিযানে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ৭৬ কেজি ৫শ’ গ্রাম চোলাই মদ, ২শ’ ৮ পিস ইয়াবা ও ১ কেজি ১শ’ ৪৫ গ্রাম উদ্ধার করে। এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ সহিদুল ইসলাম সহিদ বলেন, মাদক র্নিমুলে যশোর জেলা পুলিশ সুপার আনিসুর রহমান পিপিএম,বিপিএস (সেবা) এর ১শ দিনের কর্মসূচীর আওতায় কেশবপুরে গত ১ মাসে থানা পুলিশ ইয়াবা, গাাঁজা, চোলাই মদ উদ্ধারসহ ১৮ জন মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়েছে। থানায় পৃথক ১৮ টি মামলা হয়েছে। মাদক ও জঙ্গী বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *