নির্বাচনে কালো টাকা রুখতে সহযোগিতা চাইলেন সিইসি

CEC-2#ঢাকা: কালো টাকা ও পেশি শক্তি ব্যবহার বন্ধ করতে সবার সহযোগিতা চাইলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ।
সোমবার সকালে ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ সহযোগিতার আহ্বান জানান।
সিইসি বলেন, ‘অনেক প্রার্থীর অভিযোগ, নির্বাচনে কালো টাকা ব্যবহার করা হচ্ছে। আপনাদের মতো আমরাও চাই নির্বাচনে কালো টাকা ও পেশী শক্তি বন্ধ হোক। কিন্তু এর জন্য আপনাদের সবার সহযোগিতা দরকার। আপনারা সহযোগিতা করলে আমরা এটা বন্ধ করতে পারবো।’
তিনি বলেন, ‘হলফনামায় যারা মিথ্যা তথ্য দিয়েছেন নির্বাচনের আগে ও পরে এর প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কারো মুখ চেয়ে ব্যবস্থা নেয়া হবে না।’
আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে তিনি বলেন, ‘এলাকার জনগণ যাতে শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে ও প্রার্থীরা যাতে হয়রানির শিকার না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখুন। কোন ধরনের বেআইনী কাজ যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখুন। আমরা কোনোভাবে বেআইনী কর্মকাণ্ড হতে দেবো না।’
প্রার্থীদের উদ্দেশ্য করে সিইসি বলেন, ‘শান্তিপূর্ণভাবে ও নিয়মতান্ত্রিকতার সঙ্গে ঐতিহ্যবাহী নির্বাচনের পরিবেশ গড়ে তুলি। এলাকার উন্নয়নে জয়-পরাজয় ভুলে সহযোগিতার মাধ্যমে কাজ করার প্রতিশ্রুতিবদ্ধ হই।’
তিনি বলেন, ‘নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ইসির পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ব্যাপারে কাউকে কোনো ছাড় দেয়া হবে না। এখন পর্যন্ত আচরণবিধি ভঙ্গের দায়ে ২ লাখ ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
নির্বাচনে নিয়জিত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে কাজী রকিব বলেন, ‘আমি নির্বাচনী কর্মকর্তাদের নির্দেশ দিচ্ছি আপনারা আইনানুযায়ী নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করবেন। কোনো ধরনের ভয় পাওয়ার দরকার নেই।’
নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুল মোবারক, বিগ্রেডিয়ার জেনারেল জাবেদ আল, আবু হাফিজ, মো. শাহনেওয়াজ, বিভাগীয় কমিশনার জিল্লার রহমান, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, দক্ষিণ সিটি রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *