চিতলমারী স্বাস্থ্যকর্মীর বাড়িতে ডাকাতি : গুলিবিদ্ধ ২

মুন্সী দেলোয়ার হোসেন, চিতলমারী(বাগেরহাট) : বাগেরহাটের চিতলমারী গরীবপুর গ্রামে এক স্বাস্থ্য কর্মীর বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। ডাকাত দলের সদস্যরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ অতি গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এ সময় দু’জন গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বাড়ির মালিক স্বাস্থ্যকর্মী শততম মন্ডল জানিয়েছেন, শুক্রবার গভীর রাতে ৭-৮জনের মুখোশ পরিহিত একদল ডাকাত ঘরের জানালা ভেঙ্গে সুকেনের ঘরে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় তাদের বেঁধে রাখে। ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ মালামাল লুটে নিয়ে স্বাস্থ্য কর্মী স্নেহলতা(৪৫) ও তার ভাড়াটিয়া হোমিওপ্যাথিক চিকিৎসক সুকেন মন্ডল(৪০) কে দেশীয় অস্ত্র বুকে ঠেকিয়ে গুলি করেছে। এ সময় তারা চিৎকার করলে ঘরের দরজা ভেঙ্গে নগদ টাকা ও ৫-৬ ভরি স্বর্ণালংকার নিয়ে ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হয়। তাদের ডাক চিৎকারে পার্শ্ববর্তী লোকজন ছুটে এসে গুলিবিদ্ধ দু’জনকে উদ্ধার করে প্রথমে চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার করা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় চিতলমারীতে ডাকাত আতঙ্ক বিরাজ করছে। তবে চিতলমারী থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার সরকার মুঠোফোনে জানান, অপরাধীদের ধরার জন্য পুলিশের জোর তৎপরতা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *