হবিগঞ্জ সরকারী প্রাণিসম্পদ অফিসের দুর্নীতি ও অনিয়ম
মোঃ জমির আলী, হবিগঞ্জ জেলা বুরো চীফ: সরকারী প্রাণিসম্পদ অফিস, হবিগঞ্জ সদর, হবিগঞ্জ। সরকারী অফিসে দুর্নীতিবাজ কর্মকর্তাদের দ্বারা অফিস পরিচালনা করিতে দেখা যায় অদ্য ২৩/০২/২০১৭ইং তারিখ বেলা ২.৪৫ মিনিটে উপজেলা প্রাণিসম্পদ অফিসে যাইয়া দেখা যায় যে, ১/২জন কর্মচারী ছাড়া কোন অফিসার নেই এবং অফিসের একজন কর্মকর্তা যার নাম মনির হোসেন তালুকদারকে জিজ্ঞাসা করিলে উনি বলেন যে, অফিসার’রা বিভিন্ন কাজে বাহিরে আছেন। তাৎক্ষণিক একজন ব্যক্তি নাম না জানা তাহার একটি কুকুরের ঔষুধের জন্য চাহিলে মনির হোসেন বলে একটি কুকুরের ঔষুধের জন্য ১৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা দিতে হইবে। ১ বৎসরের জন্য এক ডোউছ দেওয়া হয়। উনি দামাদরি করিতে থাকিলে এক পর্যায়ে দুইশত পঞ্চাশ টাকায় একটি ডোউছ দেওয়া হয়। আমি পরে মনির হোসেনকে জিজ্ঞাসা করিলে উনি বলেন যে সরকারী কোন ঔষুধ বিনা পয়সায় দেওয়া হয় না। তাই আমাদের দেশের দুর্নীতি অনিয়ম সরকারী কর্মকর্তাদের দ্বারা নিয়মিত চলিতে দেওয়া যায় না এবং উর্ধ্বতন কর্তৃপক্ষ উক্ত অফিসটির প্রতি নজর দেওয়ার জন্য জেলার পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি।