গোয়ালন্দ মোড়ে অটোটেম্পু মালিক সমিতির সমম্ময় সভা অনুষ্ঠিত

Rajbari 2nd news picশেখ ওয়াদুদ : রাজবাড়ী জেলার গোয়ালন্দ মোড়ে অটোটেম্পু মালিক সমিতির মাসিক সমম্ময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৪জানুয়ারী মালিক সমিতির গোয়ালন্দ মোড়স্থ প্রধান কার্যালয়ে সিনিয়র আওয়ামীলীগ নেতা রেজাউজ্জামান বাবু খানের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা অটোটেম্পু ও অটোরিক্সা মালিক সমিতির সভাপতি ও জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার মো: আমজাদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আকবর ফকীর, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, রাজবাড়ী বাস মালিক সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, শ্রমিকলীগের অন্যতম নেতা শহিদ খানসহ মোস্তফা মেম্বার, কামরুজ্জামন কামাল, মিঠু মেম্বার ও সংগঠনের অটোটেম্পুর মালিকগণ। উল্লেখযোগ্য ভাবে, সভাপতি বলেন, সংগঠনটি বর্তমান বাণিজ্য মন্ত্রণালয় থেকে শ্রমিক কল্যাণ তহবিলের জন্য ১০টাকার সাহায্য উত্তোলনের অনুমোদন পেয়েছে। এছাড়া হাই কোর্টের রায়ে এবার রাজবাড়ীতে অটোটেম্পু চলাচলে নিষেধ নেই। কিন্তু ২দিন আগে পুলিশ দিয়ে আমাদের শ্রমিকদের হয়রানি করা হয়েছে। বিষয়টি রাজবাড়ী জেলা প্রশাসক, পুলিশ সুপার অবগত থাকার পরও আমাদের ক্ষতি কেন করা হচ্ছে জেলা প্রশাসনের কাছে জানানো হয়েছে।

অপরদিকে জানাগেছে, শ্রমিকলীগ নেতা বেলায়েত হোসেন বাবলু জানান, গত ২ ফেব্রুয়ারী শহীদওহাবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: শাহিন খান কল্যাণ তহবিলের রশিদ ও কাগজপত্র কেড়ে নিয়ে যায়। পর দিন রাজবাড়ী সদর থানা পুলিশের এস.আই মাসুদ ২জন শ্রমিককে আটক করে। অনুষ্ঠিত সমম্ময় সভায় বিচার দাবী করা হয়। এব্যাপারে শাহিন খানের কাছে জানতে চাইলে বলেন, আমি সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, এখানে কোন প্রকার চাঁদাবাজি হতে দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *