ডাসাদী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নের জন্য ব্যাপক হারে কাজ করছে—কল্যানপুর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন পাটওয়ারী রনি
চাঁদপুর সদর উপজেলার ৩নং কল্যানপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ডাসাদী উচ্চ বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় ডাসাদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামে সভাপতিত্বে সহকারী শিক্ষক হানিফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কল্যানপুর ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব্ সাখাওয়াত হোসেন পাটওয়ারী ( রনি). বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট্য শিক্ষানুরাগী ও সমাজ সেবক শফিউল্লাহ পাটওয়ারী, কল্যানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম এম কামাল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য আবদুল কুদ্দছ গাজী, রেহানউদ্দিন. নজরুল ইসলাম, মর্জিনা বেগম, জোহরা বেগম, তাসলিমা বেগম, শারমিন বেগম, অভিভাবক প্রতিনিধি বিশ্বনার্থ চন্দ্র, আকতার হোসেন, সুরেশ চন্দ্র প্রমুখ।
এ সময় প্রধান অতিথি বলেন বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নের জন্য ব্যাপক হারে কাজ করছে। দেশে শতভাগ শিক্ষা নিশ্চিত করাই একমাত্র লক্ষ্যই হচ্ছে সরকারের। ডাসাদী উচ্চ বিদ্যালয়ের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এখানে যে সকল শিক্ষকরা শিক্ষকতা করছেন, তারা প্রত্যেকেই মেধাবী, বর্তমান আধুনিক শিক্ষার সকল ব্যবস্থার গুনাবলী রয়েছে তাদের মাঝে। শিক্ষকরা যদি একটু মনোনিবেশ হয়ে ছাত্র ছাত্রীদেরকে শিক্ষা দেয়ে তাহলে এ বিদ্যালয়ে শতভাগ পাস হয়ে ভাল রেজাল্ট করবে। এ বিদ্যালয়ের সকল সমস্যাগুলো চিহিৃত করে তা দ্রুত সমাধান করা হবে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেওলায়াত পাঠ করেন শাহাদাত হোসেন, গীতাপাঠ করেন মাধুবী।
ক্যাপশান ঃ ডাসাদী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কল্যানপুর ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব্ সাখাওয়াত হোসেন পাটওয়ারী ( রনি)।