আদমদীঘির মেধাবী ছাত্র সবুজ বাঁচতে চায়
আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির দরিদ্র পরিবারের সন্তান মেধাবী ছাত্র ঢাকা বনানী প্রেসিডেন্সি বিশ^বিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষের অধ্যয়নরত শাহরিয়ার ইসলাম সবুজ (২২) অগ্নাশয় ও লিভারের জটিল রোগে আক্রান্ত হয়ে ঢাকা ধানমন্ডি বিআরবি গ্যাস্ট্র লিভার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। প্রতিদিন তার চিকিৎসা খরচ হচ্ছে প্রায় ৩৫ হাজার টাকা। নয় বছর আগে মেধাবী ছাত্র সবুজের বাবা আদমদীঘির মুরইল পূর্বপাড়ার বাসিন্দা শিক্ষক শফিউল ইসলাম ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। সবুজের মাতা লাইলী ইয়াসমিন কান্না স্বরে জানান, তার স্বামীর আশা ছিল সবুজ কে বড় ইঞ্জিনিয়ার বানাবে। তার সেই আশা পূবন করতে সংসারের অভাব অনটনের মধ্য দিয়েও ছেলেকে পড়াশুনা করাচ্ছিল। ছেলের এই অসুস্থ্যতায় চিকিৎসা খরচ করা অসম্ভব হয়ে পড়েছে। সে সমাজের বিত্তবানদের কাছে সাহায্য প্রার্থী । সাহায্য পাঠানোর ঠিকানা- সোনালী ব্যাংক, সান্তাহার শাখা। সঞ্চয়ী হিসাব নং-৬১২০।