যশোরে গোলাগুলিতে আহত ইউসুফ মারা গেছেন
মীর রাজিবুল হাসান নাজমুল যশোর জেলা প্রতিনিধি : যশোরে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ইউসুফ নামের সেই যুবক মারা গেছেন। রবিবার সকাল সোয়া ৯টার দিকে তার মৃত্যু হয়। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের হাসপাতালের কর্তব্যরত ডাক্তার ইউসুফ আলী জানান, ইউসুফ নামে ওই যুবকের ডান পায়ের হাঁটুর ওপর গুলি লাগে। প্রচুর রক্তক্ষণের কারণে তার মৃত্যু হয়েছে। এর আগে শনিবার গভীর রাতে শহরের টিবি ক্লিনিক এলাকা থেকে তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। ইউসুফ ঘোপ সেন্ট্রাল রোডের আবদুল লতিফের ছেলে। পুলিশের দাবি, দুই দল সন্ত্রাসীর গোলাগুলির ঘটনায় ওই যুবক গুলিবিদ্ধ হয়। কোতোয়ালি মডেল থানার এসআই এইচ এম শহিদুল ইসলাম জানান, দুই দল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলি হচ্ছে এমন খবর পেয়ে পুলিশ শনিবার গভীর রাতে শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকায় যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ইউসুফকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। থানার ওসি ইলিয়াস হোসেন জানান, ইউসুফের বিরুদ্ধে অপসোফার্মা নামে একটি ওষুধ কম্পানির এক কর্মীকে চাপাতি দিয়ে কুপিয়ে সাড়ে পাঁচ লাখ টাকা ছিনতাই করার অভিযোগ রয়েছে। কয়েক মাস আগে ঘোপ এলাকায় এ ঘটনাটি ঘটেছিল। এ ছাড়া ইউসুফের বিরুদ্ধে আর কয়টি মামলা আছে তা খতিয়ে দেখছে পুলিশ।