আত্রাইয়ে এক্্রট্রা মোহরার (নকর-নবীশ)দের এক দফা দাবী আদায়ের লক্ষে পূনরায় কর্ম বিরতী।

rrrrrrrrr
নওগাঁ প্রতিনিধি : ১৯৭৩ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুুর রহমানের ঘোষনার বাস্তবায়ন চাই”,“১৯৮৪সালে বর্তমান প্রধান মন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনার ঘোষনাার বাস্তবায়ন চাই” আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্ত নিবন্ধন পরিদপ্তরের এক্স্রট্রা মোহরার (নকল নবীশ)দের স্কেল অন্তভ’ক্ত কারার দাবীতে গত বৃহস্পতিবার আত্রাই সাব-রেজিষ্ট্রি অফিস চত্বরে সকাল ১১টায় আত্রাইয়ে এক্্রট্রা মোহরার (নকর-নবীশ) এ্যাসোসোয়েশন শাখার উদ্যোগে এক দফা দাবী আদায়ের লক্ষে পূনরায় কর্ম বিরতী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সাধারণ জমির ত্রেতা-বিক্রেতারা জমির দরিলের নকল সরবারাহে ভোগান্তিতে পড়তে হয়েছে।
আনোদালনকারীদের সূত্রে জানা যায়, সারা দেশের ন্যায় আত্রাইয়ে এক্্রট্রা মোহরার (নকর-নবীশরা) এক দফা দাবী আদায়ে ও স্কেভ’ক্ত করার দাবীতে পূনরায় কর্ম বিরতী কর্মসূচী পালন করছে। আত্রাই সাব-রেজিষ্ট্রী অফিসের নকল –নবীশ জাহাঙ্গীর আলম ভোক্ষ প্রকাশ করে বলেন ১৯৫৪ সাল থেকে এ´্রট্রা মোহরার(নকল-নবীশরা) চাকুরী স্থায়ী করন দাবী করে আসছে। ১৯৫৮ সালে সরকারের সকর বিভাগের নকল-নবীসদের চাকুরী স্থায়ী করন করা হলেও আজোও সাব-রেজিষ্ট্রী অফিসের নকল নবীশরা বঞ্চিত হচ্ছি। আত্রাই সাব-রেজিষ্ট্রী অফিস চত্বরে নীম গাছের নীচে বসে নকল-নবীশরা গত ০৪-১২-১৬তারিখ থেকে প্রতিদিন কর্মবিরতী পালন কওে আসছে। এতে করে আত্রাই সাব-রেজিষ্ট্রী অফিসে দলিলের নকল সংগ্রহের জন্য আসা সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। জমি সংক্রান্ত নকল সরবরাহ করতে আসা মালিপুকুরের মোহম্মাদ আলী এ প্রতিবেদকের কাছে অভিযোগ করে বলেন, গত রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন এসেও কোন কাজ হয়নি। গত বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায় নকল –নবীশরা কর্মবিরতী পালন করছে। কোন নকল-নবীশ তারা বলাম বহিতে দলিল নকলের কাজ করছে না। জমি মালিক ক্রেতা-বিক্রেতারা নকল সরবরাহ না পাওয়ার কারনে জমি-ক্রয়-বিক্রয় করতে পারছেনা। জমি ক্রেতা- বিক্রেতাদের দাবী উদ্ধতন কর্র্তপক্ষ বিষয়টি দ্রুত সমাধান করে সাধারণ মানূষকে এ ভোগান্তি থেকে মক্তি দিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *