সাপাহারে হঠাৎ করে প্রচন্ড শীতে জনজীবন থমকে দাঁড়িয়েছে

sapahar-pic-071216
গোলাপ খন্দকার নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহার উপজেলায় সর্বত্র শীত জেঁকে বসেছে। হঠাৎ করে ভারতের উত্তর হিমালয় পর্ববত হতে ধেয়ে আসা হিম বাতাসে হিমালয়ের পাদদেশে অবস্থিত প্রচন্ড শীতে উপজেলার জনজীবন স্থবির হয়ে পড়েছে, মাঠে মাঠে ধান কাটা শ্রমিকের দল থমকে দাঁড়িয়েছে।
অগ্রাহয়নের মাঝা মাঝি সময়ে এসেও আবহাওয়া বেশ উষ্ম ছিল এবারে হয়তো শীতকালে শীতের গরম কাপড় বের করতেই হবেনা শীতের মৌসুমে এসে মনে হচ্ছে গরম ভাব ক’দিন আগেই অনেকের মুখে এ ধরনের কথা শুনা যাচ্ছিল। হঠাৎ করে গত রোববার সকাল হতেই উত্তরের হিম বাতাস প্রবাহিত হওয়ায় সম্পুর্ন আবহাওয় উল্টে গিয়ে শুরু হয়েছে হাড় কাঁপানো শীত। সকাল হতেই শুরু হচ্ছে প্রচন্ড বেগে বাতাস সাথে চারিদিকের পরিবেশ থাকছে ঘন কুয়াশার চাদরে ঢাঁকা কন কন শীতে জনজীবন হয়ে পড়ছে স্থবীর। মানুষ সকাল ৯/১০টার আগে ঘর হতে বের হতে পারছেন না। কৃষক ও শ্রমিকদের চলমান গতিতে মাঠের ধান কাটা ও ধোলায়ের কাজ যেন থমকে দাঁড়িয়েছে। আবার বৃদ্ধদের বিভিন্ন জায়গায় রাস্তার ধারে, গ্রামের খলিয়ানে যেখানে সেখানে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে। প্রচন্ড শীতে উপজেলার ছিন্নমুল মানুষেরা পড়েছে বড়ই বিপাকে। শীতের কাপড় চোপড় সংগ্রহের পূর্বেই হঠাৎ করে এলাকায় শীত জেঁকে বসেছে। প্রচন্ড শীতে শিশুদের ডায়রিয়া, আমাশয় সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ছে। দিন দিন শীতের তিব্রতা বৃদ্ধি পাওয়ায় সাধরণ মানুষের জীবন যাত্রা স্থবির হয়ে পড়ছে। উপজেলার অসহায় শীতার্থ ছিন্নমুল মানুষেরা অসহ্য শীত নিবারনের জন্য সরাকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিত্তবানদের প্রতি শীত বস্ত্র বিতরণের জন্য আকুল আবেদন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *