সুজানগরে কলেজ জাতীয়করণের তালিকা থেকে বাদ দেয়ার প্রতিবাদে সকাল সন্ধ্যা হরতাল বিক্ষোভ উপজেলা পরিষদে তালা : ইউএনও অবরুদ্ধ

%e2%80%a1%e2%80%a1%e2%80%a1%e2%80%a1%e2%80%a1%e2%80%a1%e2%80%a1%e2%80%a1%e2%80%a1%e2%80%a1%e2%80%a1%e2%80%a1%e2%80%a1%e2%80%a1%e2%80%a1%e2%80%a1%e2%80%a1
সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলার নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজকে জাতীয়করণের তালিকা থেকে বাদ দেয়ার প্রতিবাদে উপজেলা পরিষদ কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে এলাকাবাসী। আজ সোমবার সকাল থেকে তারা স্থানীয় সকল সরকারী বেসরকারী অফিস,ব্যাংক ও বিভিন্ন প্রতিষ্ঠানও বন্ধ করে দেয়। বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী রাস্তায় টায়ার জ্বালিয়ে পাবনা সুজানগর মহাসড়ক অবরোধ করে সকাল সন্ধ্যা হরতাল পালিত করছে। উপজেলা পরিষদ কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেনসহ কর্মকর্তা ও কর্মচারীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, সরকারের প্রতি উপজেলায় একটি কলেজ জাতীয়করনের সিদ্ধান্ত অনুযায়ী গত ৩০ জুন সুজানগর উপজেলার নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজ তালিকাভুক্ত হয়। কিন্তু হঠাৎ করে কুচক্রী মহলের ষড়যন্ত্রে এ সিন্ধান্ত পরিবর্তন করে উপজেলা সদরের বাইরের একটি কলেজকে জাতীয়করণের তালিকাভুক্ত করা হয়েছে। এর প্রতিবাদে সোমবার সকাল থেকে সুজানগর উপজেলা পরিষদসহ সকল সরকারী বেসরকারী অফিস, দোকান পাট বন্ধ করে হরতাল পালন করছে এলাকাবাসী। পরে কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিল করে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত পথসভায় কলেজ জাতীয়করণ সংগ্রাম পরিষদের আহবায়ক আব্দুল মজিদ মন্টুর সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজার পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন সুজানগর পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল ওহাব, বিএনপির সভাপতি আজম আলী বিশ্বাস, সংগ্রাম পরিষদের যুগ্ন আহবায়ক আব্দুল জব্বার মাস্টার, আ’লীগের সহ-সভাপতি একেএম বন্দে আলী, আব্দুল জলিল বিশ্বাস, আব্দুল কাদের রোকন, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল হাই, নিজামউদ্দিন কলেজের অধ্যক্ষ মানিক মৃধা, ছাত্রলীগের সভাপতি শামীম আদম লিটন, সম্পাদক শেখ মিলন প্রমুখ। অনুষ্ঠান বক্তারা অবিলম্বে সুজানগর নিজামউদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজকে জাতীয়করণের সিন্ধান্ত পুর্নঃবহাল করার দাবী জানান।

ক্যাপশনঃ পাবনার সুজানগরে কলেজ জাতীয়করণের তালিকা থেকে বাদ দেয়ার প্রতিবাদে সকাল সন্ধ্যা হরতাল বিক্ষোভ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *