জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে তেরখাদা মনোনয়ন প্রত্যাসীদের বিশেষ বর্ধিত সভা
আসন্ন জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে গতকাল বুধবার তেরখাদা উপজেলা পরিষদ চত্তরে উপজেলা আওয়ামীলীগ এর উদ্যোগে সকাল ১১টায় জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এফ এম অহিদুজ্জামান ও সাধারন সম্পাদক কে এম আলমগীর হোসেনের পরিচালনায় উপজেলার সকল ইউনিয়নের ইউপি সদস্য, সদস্যা, ওয়ার্ডের সভাপতি, সাধারন সম্পাদকের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ এর যুগ্ম সাধারন সম্পাদক জেলা পরিষদের সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, খুলনা-৪ আসনের সংসদস সদস্য এস এম মোস্তফা রশিদী সুজা’র সুযোগ্য পুত্র জেলা পরিষদ নির্বাচনের ১৩ নংওয়ার্ডের সম্ভব্য কাউন্সিলার প্রার্থী এস এম খালেদিন রশিদী সুকর্ণ, বিশেষ অতিথি তেরখাদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্যা এহিউল ইসলাম, জেলা পরিষদের ৫ নং সংরক্ষিত সম্ভব্য মহিলা সদস্য হালিমা ইসলাম ও এ্যাড. আমেনা নাজমিন ডলি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান এস এম দ্বিনী ইসলাম, চ্যোরম্যান কৃষ্ণমেনন রায়, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক বাছিতুল হাবিব প্রিন্স, শেখ রাজা মিয়া, মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন আহমেদ, মোঃ ফরিদ মোল্যা, শারাফাত হোসেন মুক্তি, শরাফাত হোসেন, জুয়েল বালা, শেখ আনিচুল হক, মোল্যা মোঃ হিজবুল্লাহ, ফরাদুজ্জামান সুমন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নর্থ খুলনা ডিগ্রী কলেজের অধ্যক্ষ সরদার ইসমাইল হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম চৌধুরী, শতদল কলেজের অধ্যক্ষ মনির উদ্দিন বিশ্বাস, চেয়ারম্যান শেখ মোঃ মহাসিন, মোঃ উকিল উদ্দিন লস্কার, মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের, হাজী মকবুল হোসেন, অনাদী কুমার মোহন্ত, বিদ্যুৎ মল্লিক, আবু খায়ের, আক্তারুজ্জামান সহ সকল ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাধারন সম্পাদক, মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। বিভিন্ন বক্তার বক্তব্যে জানা যায় আওয়ামীলীগের বিদ্রোহী নেতারা যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আওয়ামীলীগের বিরুদ্ধে অসম্মানজনক কথা বলায় তাদের প্রতি তীব্র নিন্দা জানিয়েছেন ও হাইব্রিড শব্দকে প্রতিহত করার আহবান জানিয়ে আগামী পহেলা ডিসেম্বর তেরখাদা আওয়ামীলীগের বর্ধিত সভা লোকে লোকারণ্য করে জনসভায় পরিনত করার জন্য ইউনিয়নের তৃনমুল পর্যায়ের নেতা কর্মীদের প্রতি ঔদত্ত আহবান জানিয়েছেন ।