বাগাতিপাড়ায় ২ দিন ব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন
বাগাতিপাড়া প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় ২দিন ব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে বাগাতিপাড়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ডিজিটাল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাংসদ এ্যাড. আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপি‘র সাধারণ সম্পাদক হাফিজুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সালাহ্উদ্দিনের সভাপতিত্বে ২দিন ব্যাপী এই মেলার প্রথম দিনে প্রধান অতিথি ফিতা কাটার মাধ্যমে মেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন। পরে সকাল ১১ টার দিকে “আমার মেধা আমার পুঁজি” লার্নিং এন্ড আর্নিং বিষয়ক এবং দুপুর আড়াইটায় “দক্ষ উপস্থাপনায় মূলমন্ত্র” মাল্টিমিডিয়া ক্লাসরুম উপকরণ ব্যাবহার দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত হয়। মেলার শেষ দিনে সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে জেলা প্রশাসক মোঃ মশিউর রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে।