কাহারোলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মুল্যে কৃষি উপকরন বিতরন।
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের কাহারোলে ২০১৬-১৭ অর্থ বছরে রবি ও খরিপ ১ মৌসুমে সরিষা, গম, ভুট্টা ও গ্রীষ্মকালীন মুগডাল চাষে প্রনোদনা প্রদানের লক্ষ্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মুল্যে কৃষি উপকরন বিতরন করা হয়েছে। গত ৯ নভেম্বর/১৬ সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর- এর আয়োজনে ৪৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এগুলো বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শামীম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান এ.কে.এম ফারুক শাহ। উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা অরুন রায়, মোঃ জাকির হোসেন, সুরুজ্জামান শেখ সহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।