সান্তাহারে চালকলে ডাকাতি, সাত শত বস্তা চাল লুট
আদমদীঘি প্রতিনিধি : বুধবার দিবাগত রাতে বগুড়ার সান্তাহার শহরের খাড়িরপুল এলাকায় অবস্থিত কালাইকুড়ি অটো রাইস মিলে ডাকাতি সংঘটিত হয়েছে। কালাইকুড়ি অটো রাইস মিল নামের ওই চাল কলের গুদাম থেকে লুট করা হয়েছে ‘কে আর এম’ ব্যান্ডের সাত শতাধিক বস্তা জিরাশাইল চাল। যার বাজার মুল্য ১৬ লাখ টাকার অধিক। ওই চালকলের মালিক সাবেক এমপি আলহাজ্ব আব্দুল মোমিন তালুকদার খোকার বড় ভাই সান্তাহার চালকল মালিক সমিতির সভাপতি আব্দুল মতিন তালুকদার।
জানা গেছে, রাত অনুমান তিনটার দিকে দুইটি ট্রাক নিয়ে ডাকাতরা ওই মিলে হানা দেয়। তারা ওই মিলের গুদামের স্টিলের দরজা বাহির থেকে কৌশলে খুলে ভিতরে প্রবেশ করে। এর পর ঘুমিয়ে থাকা শ্রমিকদের বেধেঁ রেখে ওই পরিমান চাল দুইটি ট্রাকে বোঝাই করে নিবিঘেœ চম্পট দেয়। ভোর রাত সাড়ে চারটার দিকে ওই মিলের অন্য শ্রমিকরা এসে এই ডাকাতির ঘটনা জানতে পারে। আদমদীঘি থানার অফিসার ইনচার্য শওকত কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে, ডাকাতরা ২০০ শত বস্তা চাল লুট করেছে বলে জানালেও ওই মিল মালিকের ছোট ভাই আদমদীঘি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার বলেছেন লুন্ঠিত চালের পরিমান ৭৩৩ বস্তা। এ রিপোর্ট পাঠানো সময় পর্যন্ত এ ঘটনায় আদমদীঘি থানায় কোন মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।