পূর্ব সুন্দরবনের নন্দবালা এলাকায় হরিন শিকারের ফাঁদ ও মাংসসহ ৮ চোরা শিকারী আটক
বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের নন্দবালা এলাকায় পশুর নদীর তীরে হরিন শিকারের ফাঁদ ও মাংসসহ ৮ চোরা শিকারীকে আটক করেছে বন বিভাগ । তাদের বাড়ি বাগেরহাটের রামপালের শিকির ডাঙ্গা এলাকায় । আটক শিকারীরা দীর্ঘ দিন ধরে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার , হরিন ,কুমিরসহ বিভিন্ন প্রানী শিকার করে আসছিল বলে বন বিভাগ জানায় ।
শুক্রবার সকালে বন বিভাগের নিয়মিত টহলের সময় সুন্দরবনের নন্দবালা এলাকায় একটি ট্রলারকে সন্দেহ হলে বন বিভাগ কর্মীরা তাদের তল্লাশী চালিয়ে হরিণ শিকারের ৭০ টি ফাঁদ ও কয়েক কেজি মাংস, ১টি ইঞ্জিন চালিত ট্রলার , ২টি ডিঙ্গি নৌকা ও দেশীয় অস্ত্রসহ তদেরকে আটক করে । আটককৃতরা হলো মহসিন শেখ (৪৫),ইয়াসিন শেখ (২৫), বাদশা শেখ (৪০), সাইফুল মল্লিক(৩০), ইব্রাহিম মল্লিক (৩০) , হাছিবুর রহমান মুন্না (৩২), রফিক শেখ (৩৬) ও শাহাদাত মোড়ল (৩৫) । আটক চোরা শিকারীদের শুক্রবার বিকালে আদালতে সোপর্দ্দ করা হলে, তাদের জেল হাজতে পাঠানো হয়।