বেনাপোলের দৌলতপুর সীমান্তে বাংলাদেশী ২ গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে বিএসএফ : আহত ৩
বেনাপোল প্রতিনিধি : বেনাপোলের দৌলতপুর সীমান্তে আজ শনিবার ভোরে বাংলাদেশী ২ গরু ব্যবসায়ীকে গুলী করে হত্যা করেছে বিএসএফ। গুলিতে আহত হয়েছে আরো ৩ জন।
২৬ বিজিবির কমান্ডিং অফিসার লে.কর্ণেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, ভোর ৫ টার দিকে দৌলতপুর সীমান্ত দিয়ে একদল বাংলাদেশী গরু ব্যবসায়ী গরু নিয়ে দেশে ফেরার পথে দৌলতপুরের ঘোনারমাঠ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে এলোপাথারী গুলী ছুড়লে ঘটনাস্থলেই ৫ জন গুলিবিদ্ধ হয়। গুলীবিদ্ধদের সঙ্গীরা আহতাবস্থায় তাদের উদ্ধার করে দেশে ফিরিয়ে আনে। পরে হাসতাপালে নেয়ার পথে বেনাপোলের পুটখালি গ্রামের শান্ত ইসলাম (৪৫) ও একই ্ গ্রামের আনিসুর রহমান আকু (২৭) মারা যায়।
আহতদের মধ্যে সাইফুল ইসলাম (৩০), আলতাফ হোসেন (২৮) ও সবুজ হোসেন (৩৪) গোপনে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। বিজিবির পক্ষ থেকে বিএসএফর কাছে তাৎক্ষনিকভাবে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। এ ঘটনার পর থেকে দৌলতপুর সীমান্তে টানা টান উত্তেজনা বিরাজ করছে।