দশমিনায় জমিজমা বিরোধে দু’গ্রুপে সংঘর্ষ নিহত ১ নারী-পুরুষসহ আহত ১৪
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলার বাশঁবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামের জমিজমা বিরোধের জেরে ধরে দু’পক্ষের সংঘর্ষে ১জন নিহত ও নারী শিশুসহ ১৪জন আহত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় চরহোসনাবাদ ইসলামিয়া সিনিয়র মাদরাসার পশ্চিম উত্তর পাশে ও হামেদ খলিফা বাজারের দক্ষিণ পাশের বিলে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের খরিদসূত্রে মালিকদাবীদার মমিন দেওয়ান গং ও পৈত্রিক সূত্রে মালিক দাবিদার ছালাম হাওলাদার গংদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। চলতি চাষাবাদ মৌসুমে মমিন দেওয়ান গংরা পৈত্তিক সম্পত্তির দাবীতে চাষাবাদ করতে গেলে উভয় পক্ষ মধ্যে বাকবিতর্ক পরে দেশীয় অস্ত্রেশস্ত্রে নিয়ে সংর্ঘষে জড়িয়ে পরে। এতে উভয় পক্ষের আমির হোসেন দেওয়ান (৩২), আঃ রব দেওয়ান (৬০), আলতাফ দেওয়ান (৪৫), জালাল দেওয়ান (৪৫), মমিন দেওয়ান (৬৫), নাসির দেওয়ান (৩২), শাহজাহান দেওয়ান (৪৫), জিসান (৮), বেগম বিবি (৬০), সাজুফা বেগম (৪৫), মালেক সিকদার (৩৪), আবুল বশার হাওলাদার (৩০), জহিরুল হাওলাদার (৩৫), মনিরুল হাওলাদার (২৭) ও কুডি বিবি (৪০) গুরুত্বর রক্তাক্ত আহত হয়। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে আনলে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আমিনুল ইসলাম দেওয়ান পক্ষের আমির হোসেন দেওয়ানকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত মমিন দেওয়ানকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অন্যান্য আহতদেরকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দশমিনা থানার ওসি মোঃ মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে ছালাম গং’র আহত খালেক হাওলাদার (৬৪), বেলায়েত সিকদার (৬৮) , আবুল বশার (৩০) ও মনিরুল হাওলাদার (২৭)সহ চার জনকে আটক করা হয়েছে। মামলা হলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।