সুন্দরগঞ্জে ২ লক্ষাধিক টাকার গাছ খোয়া যাচ্ছে
মোশাররফ হোসেন বুলু, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : সুন্দরগঞ্জ উপজেলার খাদ্য গুদামের ২ লক্ষাধিক টাকার বিভিন্ন জাতের গাছ দিন দিন খোয়া যাচ্ছে। কর্তৃপক্ষ সঠিক সিদ্ধান্ত না নিয়ে আত্মসাতের চেষ্টা চালাচ্ছেন বলে গুঞ্জন উঠেছে।
জানা গেছে, খাদ্য গুদামের চত্বরে এক হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন একটি নতুন গুদাম ঘর নির্মাণের জন্য বরাদ্দ মোতাবেক ঠিকাদার কাজ শুরু করেন। কিন্তু গুদাম নির্মাণ জায়গায় দন্ডায়মান বিভিন্ন জাতের বড় বড় গাছ কর্তৃপক্ষ কোন প্রকার সিদ্ধান্ত ছাড়াই গত জানুয়ারী মাসে কর্তন করেন। কর্তনকৃত গাছগুলো খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হালিমুর রহমানের তত্ত্বাবধানে রাখা হয়। ৮ মাস অতিবাহিত হলেও প্রায় ২ লক্ষাধিক টাকার গাছের বিষয়ে কোন সিদ্ধান্ত না নেয়ায় তা দিন দিন খোঁয়া যাচ্ছে। এনিয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল জলিল মন্ডল জানান, সরকারি সিদ্ধান্ত না আসায় পড়ে থাকা গাছগুলো বিক্রি করা সম্ভব হচ্ছে না। এদিকে দিনের পর দিন পড়ে থাকা গাছ গুলো খোয়া যাচ্ছে বলে কয়েকজন এলাকাবাসি অভিমত ব্যক্ত করেন।