বেনাপোল সীমান্তে হেরোইন সহযুবক আটক
বেনাপোল : বেনাপোলে ৩২ পুরিয়া হেরোইনসহ রনি গাজি (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে আইসিপি ক্যাম্পের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।আটক রনি বেনাপোলের সাদিপুর গ্রামের মোহর গাজির ছেলে।শনিবার বিকাল ৪টার সময় বেনাপোল চেকপোষ্টের কাস্টম কার্গো অফিসের সামনে হেরোইন বিক্রয় কালে তাকে হাতেনাতে আটক করা হয়।
আইসিপি বিজিবি নায়েব সুবেদার নজরুল ইসলাম জানান,নিজস্ব গোয়েন্দা এফআইজির সংবাদে ভিত্তিতে জানতে পারি এক যুকক চেকেপোষ্ট কাস্টম কার্গো অফিসের সামনে হেরোইন নিয়ে যশোর যাবার উদ্দেশে অপেক্ষা করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে রনি নামে এক যুবককে আটক করা হয়।পরে তার দেহ তল্লাশি করে একটি সিগারেটের প্যাকেটে লুকিয়ে রাখা ৩২ পুরিয়া হেরোইন পাওয়া যায়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার এসআই মেজবাহ ৩২ পুরিয়া হেরোইনসহ যুবক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে কোর্টে পাঠানো হবে।