বর্তমান প্রজন্মকে সচ্ছ ও সুদুর প্রসারী হতে হবে …… জেলা প্রশাসক বগুড়া
আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার জেলা প্রশাসক আশরাফ উদ্দীন বলেছেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের আর্দশবান হতে হবে। সু-শিক্ষায় শিক্ষিত হয়ে আগামীতে দেশের জন্য নৈতিকতা দিয়ে কাজ করতে হবে । নতুন প্রজন্মেদের কাছ থেকে দেশবাসী অনেক প্রত্যাশা করে আছে। সকল শিক্ষার্থীদের চিন্তাটাকে স্বচ্ছ এবং সুদুর প্রসারী করতে হবে। রোববার বেলা ১২টায় আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ৪৪টি মাধ্যমিক বিদ্যালয়ের ৮৫জন গরীব-মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি উপরোক্ত কথা গুলো বলেন। উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে প্রতিটি শিক্ষার্থী কে ২৫শ’টাকা করে দেয়া হয়। শিক্ষা বৃত্তি প্রদান উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে উপজেলা হল রুমে এক আলোচনা সভা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আহম্মদ মালা, মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মনোয়ারুল হক প্রমূখ।