জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) নড়াইল জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) নড়াইল জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ৯ এপ্রিল জেলা শিল্পকলা একাডেমী চত্বরে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ সভাপতি ও বর্তমান সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি।
বেলা ১২ টায় জেলা শিল্পকলা একাডেমী চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি। পরে জেলা জাসদের সভাপতি এ্যাডঃ হেমায়েত উল্ল¬াহ হিরুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় সাধারন সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, সদস্য শিরীন আক্তার এমপি, সহ-সভাপতি এ্যাডভোকেট রবিউল আলম, নড়াইল জেলা শাখার সাধারন সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম খান, সৈয়দ আরিফুল ইসলাম পান্তু, নড়াইল জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ সুবাস চন্দ্র বোস প্রমুখ ।
তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এমপি তার বক্তব্যে বলেন, খালেদা জিয়া সন্ত্রাসের পথ ছাড়েননি। সাপের মত খোলস পাল্টিয়েছেন। খালেদা জিয়া সন্ত্রাসী, যুদ্ধাপরাধী ও জঙ্গীবাদীদের তার আঁচলের নিচে আশ্রয় দিয়ে রেখেছেন। তিনি মানুষ পোড়ানোর জন্য এখনো ক্ষমা চাননি, অনুতপ্ত হননি, তওবা পড়েননি। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য, গণতান্ত্রিক পদ্ধতির জন্য এখনো বিপজ্জনক এবং হুমকি স্বরুপ। তিনি সিটি নির্বাচনকে রাজনীতিতে দম ফেলার কৌশল হিসাবে বেঁছে নিয়েছেন।