শাল্লায় ২দিন ব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন

meeting shallaশিউলী রানী বৈষ্ণ(রিম্পী), শাল্লা সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চল শাল্লা উপজেলায় বৃহস্পতিবার ৯ এপ্রিল সকাল ১১টায় উপজেলা গনমিলনায়তনে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ৭ টি ষ্টলের মাধ্যমে ডিজিটাল মেলার উদ্বোধন করা হয়।এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এইচ,এম,আসিফ বিন ইকরামের সভাপতিত্বে,সহঃ শিক্ষা কর্মকর্তা দীন মোহাম্মদের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) ডাঃ মোহাম্মদ উল্লা ও উপজেলা চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া বেগম, উপজেলা প্রকৌশলী আবুল মঞ্জুর মোঃ মতিউল্লাহ্, শাল্লা থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান, শাল্লা উপজেলা প্রেস ক্লাব সভাপতি জে সি বিশ্বাস যতীন, ও গন্যমান্য ব্যক্তিবর্গ সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ। মেলায় অংশ গ্রহনকারী ষ্টল গুলো হলঃ ১নং অটগাওঁ ইউ পি, ২নং হাবিবপুর ইউ পি, ৩নং বাহাড়া ইউ পি, ৪নং শাল্লা ইউ পি, ঘুঙ্গিয়ার গাঁও মডেল প্রাইমারি স্কুল, গোবিন্দ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়, ইসলামিক রিলিফ বাংলাদেশ, ও একটি বাড়ী একটি খামার প্রকল্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *