কাহালুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন
কাহালু(বগুড়া)প্রতিনিধি : কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজ ও কাহালু উচ্চ বিদ্যাল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গত সোমবার বেলা ১১ টায় “সন্ত্রাস নয় শান্তি চাই,শঙ্খামুক্ত জীবন চাই।” এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে দেশের ভিভিন্ন স্থানের ন্যয় কাহালু আর্দশ ডিগ্রী মহাবিদ্যালয়ের পক্ষ হতে রেল গেট ৪ মাথা এলাকায় মানবন্ধন করে। এসময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মাওঃ মাওঃ তায়েব আলী,উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা খাতুন,উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম,আদর্শ মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মিল্লাত হোসেন সহ শিক্ষার্থীরা।
অপর দিকে ঐ দিন একই সময় কাহালু উচ্চ বিদ্যালয়ের পক্ষ হতে স্থানীয় রেলওয়ে বটতলা এলাকায় বগুড়া-তালোড়া রাস্তায় মানববন্ধন কর্মসূচী পালন করে। এসময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এফ এম এ ছালাম, সহকারী প্রধান শিক্ষক ফেরদৌস আলম,সহকারী শিক্ষক জহুরুল ইসলাম প্রমূখ। এছাড়া মুরইল আলিম মাদ্রাসা,মালঞ্চা আজিজুল হক মেমোরিয়াল কলেজ,কাহালু বিশ্ব বিদ্যালয় কলেজ, দরগাহাট ডিগ্রী কলেজ সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ হতে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন ও সমাবেশ করা হয়।