মোল্লাহাটে ক্রেতার অভিনয়ে পাইপগানসহ এক অস্ত্র ব্যবসায়ী এবং সাজাপ্রাপ্ত এক আসামীকে আটক করেছে পুলিশ
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : মোল্লাহাটে খরিদ্দারের অভিনয়ে একটি পাইপগানসহ অবৈধ আগ্নেয় অস্ত্র ব্যবসায়ী দুঃর্ধর্ষ এক যুককে আটক করেছে থানা পুলিশের অত্যন্ত চৌকস এএসআই মোঃ গোলাম মোস্তফা। আটক যুবক আব্দুল মতিন (২৫) মোল্লাহাট উপজেলাধীন গাংনী গ্রামের মোঃ মোখলেছুর রহমানের ছেলে। নগদ সাড়ে তিন হাজার টাকা গ্রহণপূর্বক সাত হাজার টাকায় বিক্রি করতে গিয়ে পাইপগানসহ গত বুধবার রাত ৮টার দিকে নিজ এলাকা থেকে ক্রেতা রূপি পুলিশ অফিসারের নিকট আটক হয় ওই যুবক। যশোর জেলাধীন নওয়াপাড়া থানাসহ বিভিন্ন থানায় তার নামে একাধিক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ। আটক যুবক আব্দুল মতিন বলেন-তিনি যশোর জেলার নওয়াপাড়া পৌরসভা এলাকার ২নং ওয়ার্ডের জাসদের সভাপতি, তিনি ওই এলাকায় দীর্ঘদিন ধরে থাকছেন, ওই এলাকা থেকে জনৈক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয় এবং তার মাধ্যমে সে অস্ত্র বিক্রিতে জড়িয়ে পড়ে, এটাই তার জীবনে প্রথম অস্ত্র বিক্রির ঘটনা বলেও সে দাবী করে। উক্ত ঘটনায় এএসআই মোঃ গোলাম মোস্তফার বাদীত্বে মোল্লাহাট থানায় একটি মামলা রেকর্ড পূর্বক গতকাল সকালে উক্ত যুবককে বাগেরহাট আদালতে প্রেরন করা হয়েছে।
এছাড়া গতাল সকাল সাড়ে ৯টার দিকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পালাতক আসামী আকবর কাজী নামের এক যুবককে কাহালপুর এলাকা থেকে আটক করে বাগেরহাট জেল হাজতে পাঠায় এএসআই গোলাম মোস্তফা। সাজাপ্রাপ্ত আসামী আকবর কাজী কাহালপুর গ্রামের খুশাল কাজীর ছেলে।