জামালপুরে বন্যা পরিস্থিতি আরো অবনতি; যমুনার পানি বিপদসীমার ৬৩ সেন্টিমিটার উপরে ; লক্ষাধিক মানুষ পানি বন্ধি
ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি : জামালপুরে সার্বিক বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সোমবার সকালে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে পানি বিপদসীমার ৬৩সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে।
বিভিন্ন এলাকায় বন্যা নিয়ন্ত্রন বাধঁ ভেঙ্গে প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে জেলার ইসলামপুর,দেওয়ানগঞ্জ,মাদারগঞ্জ,মেলান্দহ ও সরিষাবাড়ি উপজেলার বিস্তীর্ণ জনপদ। বন্যায় এসব এলাকার দুই শতাধিক গ্রাম প্লাবিত হয়ে লক্ষাধিক মানুষ পানি বন্ধি হয়ে পড়েছে। তলিয়ে যাচ্ছে কৃষকের পাট,ধান ক্ষেত,পুকুর সহ ফসলি জমি,ঘর বাড়ি, রাস্তা ঘাট।
জেলার সবচেয়ে বেশি বন্যাকবলিত এলাকা ইসলামপুর পৌর এলাকার নি¤œাঞ্চলসহ ব্রক্ষ্্রপুত্র ও যমুনার তীরবর্তী ১২ ইউনিয়নের মধ্যে ১০টি ইউনিয়নে বেশিভাগ শিক্ষা প্রতিষ্ঠান,রাস্তা ঘাট,ঘর বাড়ি বন্যায় তলিয়ে যাচ্ছে। ইসলামপুরে রামভদ্রা ও নোয়ার পাড়া বন্যা নিয়ন্ত্রন বেড়িবাধঁ রাতে পানির তোড়ে ভেঙ্গে ২০টি পরিবারে বাড়ি ঘরের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। নোয়ার পাড়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান বাদল জানান, বাঁধটি ভেঙ্গে যাওয়ায় পানির তোড়ে কৃষকের প্রায় ১০ লক্ষাধিক টাকার পাটের জাগ ভেসে চলে যায়। গত ৮ দিন ধরে জামালপুরে বন্যা পানি বৃদ্ধি অ্যাহত থাকায় বন্যা কবলিত এলাকা বিশুদ্ধ পানি,খাবার সংকট দেখা দিয়েছে। চরম দূর্ভোগে পড়েছে বন্যা কবলিত মানুষ। চিনাডুলী ইউপি চেয়ারম্যান আঃ ছালাম জানান,চিনাডুলী ইউনিয়নে বন্যা কবলিত ৬ হাজার মানুষ ত্রাণ ও বিশুদ্ধ পানির অভাবে চরম দূভোর্গে পড়েছে।