মোল্লাহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

002
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : মোল্লাহাটে জাতীয় মৎস্য সপ্তাহ যথাযথ ভাবে পালন ও এর গুরুত্ব বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনের মাধ্যমে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ মন্ডল জানান-জাতীয় মৎস্য সপ্তাহ (১৯-২৫ জুলাই, ২০১৬) ব্যাপক কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হবে। “জল আছে যেখানে, মাছচাষ সেখানে” প্রতিপাদ্যের আলোকে আজ বুধবার সকাল ১০টায় ব্যানার, ফেষ্টুন সহযোগে সড়ক র‌্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভাসহ প্রতিদিন বিভিন্ন কর্মসূচী পালন করা হবে। আগামী ২৫ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহের মুল্যায়ন, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান করা হবে। এছাড়া মোল্লাহাট উপজেলা এলাকার সকল মৎস্য ঘের রেজিঃ/নিবন্ধনের গুরুত্ব বিষয়ে বক্তব্য দেয়াসহ আবশ্যিক হীসাবে কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান মৎস্য কর্মকর্তা।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-প্রেস ক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহসভাপতি মোঃ আমির আলী ও সাংবাদিক মোঃ মাকসুদ আলম, সহকারী মৎস্য কর্মকর্তা শেখ সিরাজুল হক, এফএ মোঃ জামশেদ আলী ও মোঃ হানিফ বাওয়ালী প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *