জামালপুর জিআরপি পুলিশের নির্যাতনে নিহত মুক্তিযোদ্ধা পরিবারে চলছে শোকের মাতম
জামালপুর প্রতিনিধি : জামালপুরে জিআরপি পুলিশের নির্যাতনে নিহত মুক্তিযোদ্ধা আব্দুল বারিকের পরিবারে চলছে শোকের মাতম। মঙ্গলবার অপরাহ্নে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে তার গ্রামের বাড়ি শহরের হাট চন্দ্রায় তার লাশ আনা হয়েছে। লাশ বাড়িতে পৌছার পর পরিবারের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠে। পরিবার ও হাট চন্দ্রা গ্রামে চলছে শোকের মাতম। মুক্তিযোদ্ধা বারিকের সহযোদ্ধারাসহ আশপাশের লোকজন পুলিশের নির্যাতনে নিহত মুক্তিযোদ্ধা আব্দুল বারিককে এক নজর দেখতে তার বাড়িতে ভীড় জমায়। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে জামালপুর সদর থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে। উল্লেখ্য যে, সোমবার সকালে ট্রেনের টিকিট কাটা নিয়ে স্ট্রেশন মাস্টারের সাথে কথা কাটাকাটি হয় মুক্তিযোদ্ধার আব্দুল বারীর। এসময় জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গৌর চন্দ্র মজুমদার ও কয়েক কনস্টেবল তাকে আটক করে থানায় নিয়ে বেদম প্রহার করেন। এ খবর পেয়ে তার জামাতা আলমগীর হোসেন তাকে উদ্ধার করে ময়মনসিংহ সিএমএইচ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান তিনি।