ছাতকে পল্লী জনতা উন্নয়ন পরিষদের এতিমদের মধ্যে ঈদের জামা বিতরন
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতকে কালারুকা ইউনিয়নের রামপুর হাজি ইউছুফ আলী এতিমখানার এতিমদের মধ্যে ঈদের জামা-কাপড় বিতরন করেন স্থানীয় পল্লী জনতা উন্নয়ন পরিষদ নেতৃবৃন্দ। এ উপলক্ষে রোববার এতিমখানা প্রাঙ্গনে পরিষদের আহবায়ক শাহীনুর রহমান বাবুলের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আমিনুল ইসলামের পরিচালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবী ফখর উদ্দিন মেম্বার, হাজি ইউছুফ আলী এতিমখানার পরিচালক আলা উদ্দিন, মাওলানা কারি বিরাজ উদ্দিন, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা শাহীন আলম, গেদা মিয়া, আব্দুল হামিদ, আব্দুন নূর, সামছু মিয়া, নূর ইসলাম, সুনাহর আলী, ছাতক প্রেসক্লাবের সিনিযর সহ-সভাপতি চান মিয়া, সুজন মিয়া, আছকির আলী, মামুন আহমদ, ফেরদৌস আহমদ, আবদুল আহাদ, মমিনুর রহমান, মকন মিয়া, হাবিবুর রহমানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, অসহায় বঞ্চিত মানুষের মাঝে যারা সাহায্য-সহযোগিতা করে তারাই সমাজের সৌভাগ্যবান ব্যক্তি হিসেবে সর্বমহলে সমাদৃত। এতিম বাচ্চাদেরকে ঈদের কাপড় দিয়ে তাদের মূখে যে আনন্দের হাসি ফুটিয়েছেন, মহান আল্লাহ এর প্রতিদান অবশ্যই পল্লী জনতা উন্নয়ন পরিষদ নেতৃবৃন্দকে দিবেন। জানা গেছে, এলাকার বঞ্চিত মানুষরা যারা ঠিকমত একবেলা খাবার খেতে পারছে না। রমজান মাসে খরচ করার সাধ্য ও তাদের নেই। অথচ ধনিরা প্রতিদিন ৭/৮জাতের তরকারি দিয়ে খাবার খাচ্ছেন। একবার ও খবর নিচ্ছেন না তাদের পার্শ্ববর্তী ঘরের অথবা পার্শ্ববর্তী বাড়ির এসব অসহায় মানুষেরা কি দিয়ে খাচ্ছে। পবিত্র মাহে রামজানুল মোবারকে এসব গরিব দুঃখি মানুষের সাহায্যে এগিয়ে আসতে সমাজের সকল বিত্তবানদের প্রতি আহবান জানান বক্তারা। সভার শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন, মাওলানা ফখরুল ইসলাম। সভাশেষে এতিমখানার ৩০জন এতিম শিশুদের মধ্যে ড্রেস বিতরণ করেন পরিষদের সভাপতি শাহীনুর রহমান বাবুল। এসময় পল্লী জনতা উন্নয়ন পরিষদ নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে এতিমদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করেন, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা মোশাহিদ আলী।