নওগাঁর সাপাহারে স্বল্প আয়ের মানুষদের পছন্দের জনতা মার্কেটে জমে উঠেছে ঈদের কেনাকাটা

sapahar pic 28.06.16
গোলাপ খন্দকার নওগাঁ প্রতিনিধি:নওগাঁর সাপাহারে জনতা মার্কেটে স্বল্প আয়ের মানুষদের ঈদের কেনা কাটার ধুম পড়েছে ।গত বছরের তুলনায় এবার দ্বিগুন পরিমান ক্রেতার সমাগমে মুখরিত হয়েছে গরীবের পছন্দের জনতা মার্কেট ।আর মাত্র কয়েকদিন বাকী থাকায় সকাল থেকে সর্ন্ধা পযর্ন্তু মার্কেটের আনাচে কানাচে ক্রেতা সমাগমে থই থই করতেছে পুরো মার্কেট জুড়ে। স্বল্প আয়ের মানুষের পছন্দের জনতা মার্কেটের পোশাকের দোকানগুলোতে স্বল্প আয়ের মানুষদের ভীড় বাড়তে শুরু করেছে। সব দোকানেই নতুন নতুন বাহারি পোশাকে ভরপুর। স্বল্প দামে ও সাধ্যের মধ্যে পছন্দের পোশাক পাওয়া যায় বলে এই দোকানগুলোতে ছুটে আসেন স্বল্প আয়ের লোকজন। এই দোকানগুলোতে অল্প কিছু ভাড়া দিতে হয় । ক্রেতাদের দৃষ্টি আর্কষনের জন্য নেই কোন আলোর সৌন্দর্য, ঝলকানি ও কর্মচারী। ফলে অল্প দামে এই দোকান গুলো থেকে ক্রেতারা সাধ্যের মধ্যে পোশাক পেয়ে যায়। এই দোকান গুলোতে ছোট বড় সকলের শার্ট, টি শার্ট, গেঞ্জি, হাফ ও ফুল জিন্স প্যান্ট, শাড়ী, লুঙ্গী ,সীট কাপড় সহ প্রায় সব ধরনের পোশাকই এই জনতা মার্কেটে স্বল্প মূল্যে পাওয়া যায়। মাকের্টে আসা সুলতানা তার ছেলের পছন্দ মতো ২০০ টাকা দিয়ে শাট ও ২৫০ টাকা দিয়ে জিন্স প্যান্ট কিনে দিতে পেরে অনেক খুশি। নিজেরা নিতে না পারলেও ছেলে মেয়েদের ঈদের নতুন জামা কাপড় কিনে দিতে পেরে অনেক আনন্দিত হয়েছে।তিনি বলেন ঈদের আনন্দতো বাচ্চাদেরই জন্য তাই আগেই ছেলে মেয়েদের নতুন জামা কাপড় কিনে দিচ্ছেন। এছাড়া স্বল্প আয়ের ক্রেতা বাদেও অনেকেই ছুটে এসেছেন জনতা মার্কেটের দোকানে স্বল্প মূল্যে ঈদের নতুন পোশাক কেনার জন্য। জনতা মার্কেটের দোকানদার মানিক জানান, আমরা নিজেরাই ব্যবসা করি। কোন কর্মচারী রাখার দরকার হয়না। আমরা স্বল্প লাভে অন্য দোকানের তুলনায় কম দামে পোশাক বিক্রি করতে পারি। রমজানের শুর থেকেই বিক্রি বেশ ভালো। তবে বেচা বিক্রি আরো বাড়বে। দাম একটু কম পাওয়া ক্রেতারা স্বাচ্ছন্দে নিতে পারেন। যা আয় হয় তা দিয়ে পরিবার পরিজন নিয়ে ভাল ভাবে দিন পার হয়ে যায়। তিনি আরো জানান, বড় বড় দোকানে পোশাকের দাম অনেক বেশি থাকে। কর্মচারী, আলোর ব্যবস্থা, দোকান ভাড়া সবদিক দিয়ে তাদের অনেক দাম রাখতে হয়। ফলে নি¤œ আয়ের লোকজনের পক্ষে কেনা সম্ভব হয়না।তাই আমাদের এই দোকান গুলোতে ক্রেতা সমাগম বেশি তাই বেচা বিক্রিও অনেক ।

এই জনতা মার্কেট সকলের মাঝে ঈদের আনন্দ বহমান রেখেছে ,তাই স্বল্প আয়ের মানুষের পছন্দের জনতা মার্কেটের পোশাকের দোকানগুলোতে স্বল্প আয়ের মানুষদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে ও জমে উঠেছে গরীবের ঈদের বাজার ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *