পানখালী ইউনিয়ন ভূমি অফিস দূর্ণীতিতে ভরা, দূর্ভোগ পোয়াচ্ছে নিরীহ জনগন

SAM_1640
দাকোপ প্রতিনিধি : খুলনা জেলার দাকোপ থানায় পানখালী ইউনিয়ন ভূমি অফিসের বিভিন্ন দূর্ণীতির অভিযোগ উঠেছে। অভিযোগ উল্লেখ নায়েব গৌর কুমার মন্ডল ঘুষ বাণিজ্য করে রাতারাতি টাকার কুমির বনে গেছে। জনগণের কাছ থেকে দুই টাকার ১টি শোধ দাখিলায় ২০০-৫০০ পর্যন্ত নিচ্ছে। যারা দিতে রাজি হচ্ছে না তাদের বিভিন্ন ভাবে ঘুরাচ্ছে। যেমন রশিদ নাই পরে আসেন। ওদিকে ঋণ গ্রহণের জন্য দাখিলা আবশ্যক। বাধ্য হচ্ছে জনগন এতো টাকায় দাখিলা নিতে। সত্যতা বাদেই মিউটেশন কেচ প্রচুর অর্থের বিনিময়ে করে দিচ্ছে। সরকারী নিয়মনীতি ছাড়াই ইচ্ছামত অফিস করেন তাতে অনেক দূরদূরান্তের জনগন এসে বসে বসে অতিষ্ঠ হয়ে যখন নায়েব আসে তখন কথাবার্তায় পড়লে শুধুমাত্র তারাই কাজ সেরে বাড়ী ফিরতে পারে। ২৬/০৬/২০১৬ ইং তারিখ সরেজমিনে তদন্ত করে দেখা গেছে সকাল ৯টা থেকে জনগণের ভীড়। সাড়ে ৯টা পর্যন্ত অপেক্ষা করে জনগনের বক্তব্য শুনে জনগন সহ তফসীল অফিসের চিত্র ধরে আনা হলো। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো কেউই তার মোবাইল নম্বর দিতে চায়না। শেষটায় উপজেলা ভূমি অফিস থেকে নম্বর নিয়ে ৯.৫৬ মিঃ তাকে ফোন করলে সে বলে, দুইদিন ছুটির পর খুলনা থেকে যেতে তো একটু দেরী হবেই। উনি কোথায় জানতে চাইলে বলে, আমি অফিসের কাজে খুলনায়। আমার সহকারী নায়েব ও পিয়ন অফিসে আছে বলে ফোনটি কেটে দেয়। অথচ চিত্রে ধারনকৃত জনগন বলে আমরা যে কয়দিন এসেছি কোনদিনও নায়েবকে ১১ টার আগে অফিসে দেখি নাই। কোন কোনদিন আসেও না। উপস্থিত জনগনের নিকট জানতে চাইলাম আপনারা কিছু বলেন না? উত্তরে বলল, কিছু বললে ব্যবহার ভাল করে না আমরা তো ওদের কাছে জিম্মি। খাজনা না কাটলে তো জমি থাকবে না। বিষয়টি ভূমির উর্দ্ধতন কর্মকর্তা সহ ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণের অনুরোধ জানান দাকোপের এই নিরীহ জনগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *