নানা সমস্যায় জর্জড়িত আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে প্লাটফরম

2uv45mj5x8tq[1]
রুহুল আমিন,আত্রাই (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে প্লাটফরম নানা সমস্যায় জর্জড়িত হয়ে রয়েছে। এসব সমস্যার কারণে ট্রেন যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আহসানগঞ্জ নওগাঁ জেলার একমাত্র বৃহত রেলওয়ে স্টেশন হলেও যাত্রীসেবার মানোন্নয়নে এখানে নেই কোন পর্যাপ্ত পরিমান ব্যবস্থা। বিশেষ করে প্লাটফরমের উপরে যাত্রী ছাউনির টিন গত বেশ কিছুদিন থেকে ছিদ্র হয়ে রয়েছে। সামান্য বৃষ্টি হলেই সমগ্র প্লাটফরম জুড়ে পানি পরায় যাত্রীরা ছাউনির নিচে অবস্থান করতে পারেনা। ফলে অনেক সময় নীরবে বৃষ্টির পানিতে ভিজে দাঁড়িয়ে থাকতে হয় যাত্রীদের।
আত্রাই থেকে নওগাঁ জেলা শহর, রাজশাহী বিভাগীয় শহর এবং রাজধানী ঢাকার সাথে সরাসরি যোগাযোগের জন্য ট্রেনের বিকল্প কোন পথ না থাকায় এ স্টেশনে যাত্রী সংখ্যা হয় সর্বাধিক। ফলে সরকারের রাজস্ব আয়ও হয় অনেক। স্টেশন সূত্রে জানা গেছে, এ স্টেশন থেকে প্রতি মাসে সরকারের ১৪ থেকে ১৫ লক্ষ টাকা হয়। এত বিপুল পরিমান রাজস্ব আয় হলেও স্টেশনের প্রয়োজনীয় সংস্কারে কর্তৃপক্ষের উদাসিনতায় হতাশ যাত্রী সাধারণ। যাত্রী ছাউনি ছাড়াও এ প্লাটফরমে যাত্রীদের বসার পর্যাপ্ত কোন ব্যবস্থা নেই। ফলে ট্রেন বিলম্ব থাকলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় যাত্রীদের। ভরতেঁতুলিয়া গ্রামের আব্দুল মতিন মামুন বলেন, আমরা প্রতিনিয়ত আত্রাই স্টেশন থেকে ট্রেনযোগে বিভিন্ন স্থানে যাতায়াত করি। এখানে প্লাটফরমের উপরে ছাউনির যে দুরাবস্থা তাতে বৃষ্টি হলে ভদ্র পরিবারের যাত্রীদের খুবই কষ্ট হয়ে যায়। বিশেষ করে নারী ও শিশু যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। প্লাটফরমের চা বিক্রেতা মিঠু বলেন, যাত্রীদের সমস্যার কথা বিবেচনা করে আমরা নিজ অর্থায়নে কয়েকটি টিন পরিবর্তন করে দিয়েছি। সমগ্র ছাউনি সংস্কার করা আমাদের পক্ষে সম্ভব নয়। এ ব্যাপারে আত্রাই রেলওয়ে স্টেশন মাস্টার ছাইফুল ইসলাম বলেন, প্লাটফরমের ছাউনির টিন পরিবর্তনের বিষয়ে একাধিকবার উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শুনেছি অল্প সময়ের মধ্যে কাজ হবে। তবে এখন পর্যন্ত দরপত্র আহবান করা হয়েছে কি না তা আমার জানা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *