সিএইচবিভি রোগে আক্রান্ত হতদরিদ্র প্রতিবন্ধী শ্রমিক সাইফুল বাঁচতে চায়
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউপি’র বরকাতপুর গ্রামের জহুরুল ইসলাম ফারাজির পুত্র হতদরিদ্র শারীরিক প্রতিবন্ধী ভূমিহীন পোষাক শ্রমিক শিক্ষিত সাইফুল ইসলাম (৪০) জটিল কঠিন রোগে আজ মৃত্যু পথযাত্রী। তবে সবার সার্বিক সহযোগীতায় এ আলো ঝলমল পৃথিবীতে বেঁচে আলোকিত জীবন-যাপন করতে পারে সে। জটিল রোগে আক্রান্ত সাইফুল চট্রগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের সহেযাগী অধ্যাপক ডা. মোহাম্মদ আব্দুল কাদের এর তত্ত্বাবধানে চিকিৎসা চালিয়ে যাচ্ছে। সাইফুল ‘ক্রনিক হেপাটাইটিস বি-ভাইরাস (সিএইচবিভি)’ রোগে আক্রান্ত। সাইফুল ইতোমধ্যে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ পত্র কিনে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সহকর্মীদের সহযোগীতায় প্রায় ৩ লাখ টাকা ব্যয় করেছে। পরিপূর্ণ সুস্থ হতে তার আরো ৬ লাখ টাকার প্রয়োজন। সাইফুল ব্যক্তিগত জীবনে ২ ছেলে ও ১ মেয়ের বাবা। বড় ছেলে ৬ষ্ঠ শ্রেণি, মেজো ছেলে ৩য় শ্রেণিতে পড়ে এবং ৩ বছরের শিশু কন্যা রয়েছে। তার শিক্ষাগত যোগ্যতা øাতক। সাইফুল চট্রগামে ইপিজেএড-এ প্যাসেফিক জিন্স লিঃ এ পোশাক কারখানায় এমসিটি সহকারী পদে পোষাক শ্রমিকের কাজ করে। ওই কোম্পানীর কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকরা চিকিৎসার জন্য তাকে ১ লাখ ৫০ হাজার টাকা সহযোগীতা করেছে। সে টাকা দিয়ে সে পরীক্ষা-নীরিক্ষা ও ওষুধ পত্রের ব্যবস্থা করে কোন মতে চিকিৎসা চালাচ্ছে। প্রতি সপ্তাহে তার দামী ইনজেকশন ও অন্যান্য খরচ মিলে ২০ হাজার টাকার উপর খরচ হচ্ছে। এ মোটা অংকের টাকার ব্যয়ভার বহন করতে সে একেবারে হিমশিম খাচ্ছে। হতদরিদ্র সাইফুলের সংসার খরচ চালানো এবং বিশাল অংকের টাকা দিয়ে চিকিৎসা ব্যয়ভার বহন করা তার পক্ষে সম্ভব নয়। আমরা কি পারিনা জটিল রোগে আক্রান্ত হাড্ডিসার সাইফুলের পাশে এগিয়ে আসতে? এ ব্যাপারে সাইফুল রোগ থেকে মুক্তি ও সুস্থ জীবন ফিরে পেতে মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, জিও-এনজিওসহ সমাজের হৃদয়বান দানশীল ব্যক্তিদের আর্থিক সহযোগীতা কামনা করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকিং নং-০১৭৯০-৪৫৯৩৭৪১ ও ডাচ্ বাংলা ব্যাংকের হিসাব নং-১৮৮.১০৩.২২৭৩৭।