ভারত পাচার হয়ে আসা বেনাপোল সীমান্তে ১২৭টি গরু আটক করেছে বিজিবি-
বেনাপোল – ভারত থেকে অবৈধভাবে নদী ও স্থলসীমান্ত পথে পাচার হয়ে আসা ১২৭টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি- আটক গরুর চালান বুধবার বিকালে প্রকাশ্য নিলামে দেওয়া হবে বলে জানান ক্যাম্প কমান্ডার গিয়াস উদ্দিন–
যশোর২৬বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান,বুধবার সকালে বেনাপোল পুটখালি গ্গোা,স্বিকারপুর ডিহি সহ বিভিন্ন সীমান্ত পথে ভারত থেকে গরু বাংলাদেশে প্রবেশ করছে জানতে পারে বিজিবি। ২৬ বিজিবি সদস্যরা বেনাপোল ও শার্শা এলাকায় অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারী ও গরু ব্যাবসায়িরা গরু ফেলে পালিয়ে যায়। উদ্ধার করা হয় ১২৭টি বিভিন্ন সাইজের গরু। যার দাম প্রায় ১কোটি টাকা বলে জানায় বিজিবি। তবে কাউকে আটক করতে পারেনি তারা।