নওগাঁর সাপাহারে বিষধর সাপের কামড়ে এক শিশুর মৃত্যু
গোলাপ খন্দকার নওগাঁ : নওগাঁর সাপাহারে বিষধর সাপের কামড়ে তৃতীয় শ্রেণীর ছাত্রী রিমু আক্তার(৯) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলা সদরের পালপাড়ার দিন মজুর আলতাফ হোসেনের বাড়ীতে।
জানা গেছে ওই দিন রাতে বাড়ীর সকলে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লে রাত প্রায় ১টা ৩০মিনিটের দিকে ঘুমন্ত অবস্থায় বিছানায় রিমুর বাঁম পায়ের আঙ্গুলে একটি বিষধর গোখরা সাপ কামড় দিয়ে পালিয়ে যায়। এসময় সাপের কামড়ে রিমু চিৎকার করতে থাকলে তার পিতা আলতাফ হোসেন জেগে সাপাটিকে ঘর হতে বেরিয়ে যেতে দেখেন এবং সাথে সাথে রিমুকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। পরে রাজশাহীতে পৌঁছার পূর্বেই রাস্তায় রিমুর মৃত্যু ঘটে। দিন মজুর আলতাফ হোসেনর মেয়ে রিমুর মর্মান্তিক এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।