ঠাকুরগাঁওয়ের বালিয়াডাংগীতে এশিয়ার বৃহত্তম আম গাছের অনুসন্ধান
রাজিউর রহমান জেহাদ রাজু : ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গীতে আরও একটি এশিয়ার বৃহত্তম আমগাছের সন্ধান পাওয়া গেছে । এই আমগাছটিও সুর্যাপূরী জাতের । উপজেলার ২ নং চাড়োল ইউনিয়নের গনেশপাড়া গ্রামে এই আমগাছটির অবস্থান । গনেশপাড়ায় গিয়ে দেখা যায়, আমগাছের ছায়ায় অনেকে বসে বিশ্রাম নিচ্ছেন । গাছটি আকার আকৃতিতে বেশ বড় । হরিনমারীর বিখ্যাত সুর্যাপূরী গাছের মত এটিরও ডাল পালা চতুর্দিকে ছড়িয়ে মাটির সাথে লেগে গেছে । গাছের মালিক তরণী পালের সাথে কথা বলে জানা গেল তার দাদা শ্রী রমানাথ পাল মুক্তিযুদ্ধের কাছাকাছি সময়ে এই গাছ লাগিয়েছেন ।প্রায় পঞ্চাশ শতক জায়গা জুড়ে গাছটি দাঁড়িয়ে আছে।বয়স বাড়ার সাথে সাথে এই গাছ প্রকান্ড আকার ধারন করবে বলে অনুমান করা হচ্ছে । তবে এবার তেমন আম দেখা না গেলেও গতবার নাকি বেশ ফলন হয়েছিল বলে জানালেন তরণী ।তরণী আরও জানালেন, ‘গাছের আশে পাশে বেশ জঙ্গল ছিল । এখন পরিষ্কার করে দেয়া হয়েছে । ফলন বৃদ্ধির জন্য নিয়মিত যত্ন নেয়া হচ্ছে । আশে পাশের অনেকেই গাছটি দেখতে আসছেন । এখনও এই গাছের কথা মানুষ তেমন জানেনা । তবে লোকমুখে দ্রুত গাছটির কথা ছড়িয়ে পড়ছে’আগামীতে এই গাছ দেখার জন্য মানুষের ভীর বাড়তে পারে তাই আগাম ব্যবস্থা হিসেবে চারপাশে আরও নানান রকম ফুলের গাছ সহ অনেক গাছ লাগাতে শুরু করেছেন তরণী । একটি রাস্তা তৈরিরও প্রস্তুতি নিচ্ছেন ।স্থানীয় অধিবাসী স্কুল শিক্ষক নিপেন পাল বালিয়াডাঙ্গী ডট কমকে বলেন, গাছটি নিয়ে আপনারা লেখালেখি করলে মানুষজন এ সম্পর্কে জানতে পারবে । এ তথ্য সবার জানা দরকার । আশে পাশে এরকম গাছ তো আর নেই । হরিনমারীর আমগাছের পাশাপাশি এই গাছটিও মানুষের আকর্ষণে পরিণত হবে বলে আশা প্রকাশ করলেন তিনি । উল্লেখ্য, গনেশপাড়া থেকে একটু পূর্বদিকে একটি প্রাচীন আমবাগান রয়েছে । স্থানীয়দের কাছে এটি কোচোহরি বাগান নামে পরিচিত ।