নওগাঁর আত্রাইয়ে মাঠ দিবস পালিত
গোলাপ খন্দকার নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষনা ইনষ্টিটিউট (বিনা) এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর আয়োজনে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বেলা ১২টায় উপজেলার ভবানীপুর ব্লকে চাষী পর্যায়ে বিনা উদ্ভাবিত নাবিতে রোপন উপযোগী বোরো ধানের জাত বিনা ধান ১৪ এর প্রচার ও সম্প্রসারনের লক্ষে মাঠ দিবস অনুষ্ঠত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কে এম কাউছারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সত্যব্রত সাহা। প্রধান অতিথি তার বক্তব্যে বিনা ধান ১৪ এর উৎপাদনের এর উপড় গুরুত্ব দিয়ে এবং চাষী পর্যায়ে উন্নতমানের ধান বীজ উৎপাদন, সংরক্ষন সম্পর্কে বিস্তারিত পরামর্শমূলক আলোচনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রোকনোজামান বিনা। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বুলবুল আহম্মেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভবানীপুর জি এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান। ভবানীপুর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শফি উদ্দিন আহম্মেদ, শাহাগোলা ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন, আত্রাই প্রেসক্লাবের সভাপতি আব্দুল মজিদ মল্লিক। কে এম মোজাম্মেল হক প্রমূখ।