চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ও পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত
হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ও পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদ নির্বাচন ৯০দিনের জন্য স্থগিত করা হয়েছে। হাউলী ইউনিয়ন ভিভাজন ও পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ওয়ার্ড বিভাজনের জন্য হাইকোর্টে রিট পিটিশনের পরিপৃক্ষিতে এ নির্বাচন স্থগিত করা হয়। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার পর এই স্থগিত আদেশ রিটানিং অফিসারের হাতে পৌছায়।
দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুর শেখপাড়া গ্রামের মরহুম খোদা বক্সের ছেলে ইউনুছ আলী ইউনিয়ন বিভাজনের জন্য ও পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের জিরাট গ্রামের আব্দুর রহমানের ছেলে শহিদুল ইসলাম ইউনিয়নের ওয়ার্ড বিভাজনের জন্য হাইকোর্টে পিটিশন করেন।
উক্ত পিটিশনের প্রেক্ষিতে হাইকোর্ট ডিভিশন ৫৫৭৬/২০১৬ এবং ৫৫৭৭/২০১৬ নং রিট পিটিশনের কারণে ১৬/০৫/২০১৬ খ্রিঃ তারিখে দামুড়হুদা উপজেলাধীন হাউলি ও পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদ নির্বাচন কার্যক্রম তিন মাসের জন্য স্থগিতাদেশ প্রদান করে।
দামুড়হুদা উপজেলা মাধ্যমিক শিক্ষা ও রিটার্নিং অফিসার বিকাশ কুমার সাহা হাউলী ও পারকৃষ্ণপুর- মদনা ইউনিয়ন পরিষদ সাধারন নির্বাচন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, ২৮ মে’২০১৬ দামুড়হুদা উপজেলার ৬টি ইউনিয়নে নির্বাচনের সকল প্রস্তুতি শেষ হলেও হাউলী ও পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হলো।