ভোলাহাটে বসতভিটায় শাক সব্জির উপর ২দিনের প্রশিক্ষণ

Bholahat Photo News-26.04.2016.doc
ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ ভোলাহাটে দারিদ্র বিমোচনে এসএফডিএফ সম্প্রসারণ প্রকল্প ক্ষুদ্রকৃষক উন্নয়ন ফাউন্ডেশন আয়োজিত বসত ভিটায় শাক সবজি চাষের উপর ২দিন ব্যাপী প্রশিক্ষণ মঙ্গলবার হলিদাগাছী নিজস্ব কার্যালয়ে শুরু হয়েছে। আয়োজিত প্রশিক্ষণে স্বাগত বক্তব্য রাখেন, প্রকল্পের উপ-আঞ্চলিক ব্যবস্থাপক বাদল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভোলাহাট উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, গোহালবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল-আমিন, সহকারী শিক্ষক আব্দুল মালেক ও সাংবাদিক রবিউল ইসলাম। পরে উপজেলার সুফলভোগি ২৫জন অতিদরিদ্র নারীর মাঝে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ। এ প্রশিক্ষণের মাধ্যমে অতিদরিদ্র এ নারীরা বসত ভিটায় শাক সবিজি চাষ করে নিজের, পরিবারের ও প্রতিবেশীদের চাহিদা পূরণ, পুষ্টি বৃদ্ধি ও সু-সর্ম্পক স্থাপনের দৃষ্টান্ত রাখতে সক্ষম হবে এবং আয় বৃদ্ধিতেও সহায়তা করবে। প্রশিক্ষণটি মঙ্গলবার ও সোমবার ২দিন ব্যাপী চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *